21-02-2022, 10:29 PM
(21-02-2022, 04:28 PM)bourses Wrote: প্রথমেই আপনাকে আন্তর্জাতিক ভাষা দিবসে জানাই অনেক শুভেচ্ছা...
আজ ২১শে ফেরুয়ারী, আর আমি অতি কষ্টে শেষ করতে পারলাম আপনার ১৯ তারিখের আপডেট...
আপনার গল্প নিয়ে আর বেশি কিছু বলতে ইচ্ছা করছে না... সত্যিই বলছি... আমার ভাঁড়ার প্রায় খালি হয়ে এসেছে বলতে বলতে... শব্দকোষে বোধহয় আর কোন কিছু বাকি নেই যা আপনার গল্পে বলে ফেলি নি... তাই সে দিকে আর যাচ্ছি না... কারন এই রকম সাবলিলতায় এত স্বাভাবিক ভঙ্গিমায় একটা গল্পকে এতটা মাধুর্য আর রসত্মাবোধক করে তোলা যায়, তা বোধহয় একমাত্র আপনার দ্বারাই সেটা সম্ভব...
আর সেই সাথে পুরো গল্পটির মধ্যে ছোট ছোট এমন এক একটা বাক্য রেখে দিয়ে যাচ্ছেন, যা পড়তে গিয়ে সত্যি বলছি... জীবন দর্শন হচ্ছে আমাদের মত নগন্য পাঠকদের... "ভগবান বানিয়ে তো দেন, কিন্তু ধরে রাখতে কোন সাহায্য করেন না।"... উফফফফ... অসাধারণ... এই একটা ছোট্ট বাক্যের মধ্যে দিয়ে যেন জীবনদর্শনের চিত্র তুলে ধরলেন আমাদের সামনে... আপনাকে আমার শত কোটি প্রণাম...
.
.
.
তবে হ্যা... এটা ছাড়াও আমার আর একটা কথা আছে কিন্তু... একটু সাইডে আসুন তো!... সকলের সামনে সেটা বলবো না...
(ফিস ফিস করে কথা হচ্ছে আমাদের কিন্তু)
আমি - "আরে? এ সব কি বলছেন?"
নন্দনা - "কেন? কি বললাম আবার?"
আমি - "কি বললাম মানে? এতবার হলো, তাও এখন এই সব বলছেন?"
নন্দনা - "কি এত বার হলো? সেটা তো আগে বলুন..."
আমি - "যাহ! সেটা আবার নিজের মুখে বলা যায় নাকি? ইস... আপনিও না..."
নন্দনা - (গলার স্বর চড়তে শুরু করে দিয়েছে) "ছি ছি... আপনাকে আমি অন্য রকম মানুষ ভেবেছিলাম, এসব আমাকে কি বলছেন আপনি? আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি!"
আমি - (মাথা হাত চাপড়ে... নিজের গলারটাকে আরো খাদে নামিয়ে নিয়ে) "ঈঈঈঈঈ... না না... আমি সে সব কিছু বলছি না..."
নন্দনা - (ভ্রূ কুঁচকে) - "তাহলে?"
আমি - (ঢোঁক গিলতে গিলতে) "নাহ! ছেড়ে দিন... কিছু বলছি না..."
নন্দনা - (চোয়াল প্রায় শক্ত করে) "উহু... এখন বলছি না বললে শুনছে কে? বালের ওই সব কথা যখন শুরু করেছেন, তখন ঝেড়ে কাশূন দেখি..."
আমি - "অভয় দিচ্ছেন?"
নন্দনা - "হু দিচ্ছি..."
আমি - (এবারে একটু গদ গদ হয়ে) "আসলে বলছিলাম যে অনেকবার তো করেছেন..."
নন্দনা - (প্রায় খেঁকিয়ে উঠে) "আবার ঐ সব শুরু করলেন?"
আমি - (ফের মুখ প্রায় কাঁচুমাচূ) "এই জন্যই তো বলতে চাইছিলাম না আর..."
নন্দনা - (কি ভেবে নিয়ে) "আচ্ছা, বলুন..."
আমি - "না থাক... দরকার নেই..."
নন্দনা - (এবার প্রচন্ড বিরক্তি নিয়ে) "বোললাম তো বলতে, এত ভ্যানতাড়া করছেন কেন?"
আমি - (ফের মুখটা কাঁচু মাচু করে নিয়ে) "ঝেড়ে দেবেন না তো?"
নন্দনা - "না, ঝাড়বো না... বলুন তাড়াতাড়ি, আমার সময় নিয়ে আপনার ভ্যানতাড়া শোনার... যা বলার বলুন..."
আমি - (প্রায় হড়বড়িয়ে) "ফুলসজ্জায় বররা নতুন বৌএর ব্রা খুলতে পছন্দ করে, সেটা কি আপনার মানে থুড়ি শিবের মা জানে না? সেটা কি ওনার ক্ষেত্রে ঘটে নি? উনি ওনার প্রথম দিন কি বিনা ব্রা পড়েই বিছানায় শিবের বাবার জন্য অপেক্ষা করছিলেন?"
বলে আর নন্দনার জবাবের জন্য না অপেক্ষা করেই সেখান থেকে আমার পলায়ন...
হাহাহাহাহাহাহাহাহাহাহাহা.........