21-02-2022, 06:09 PM
(21-02-2022, 05:44 PM)bourses Wrote: দাদারা... দিদিরা... ও দাদা, দিদিরা... দয়া করে একটু বলে যাবেন... না না... অন্য কিছু নয়, শুধু আপডেটটা কেমন লাগলো... আর যদি খুব অসুবিধা না হয়, তাহলে লাইকএর উপরে একটু সামান্য চাপ... ব্যস, তাতেই হবে... তাতেই আমি কৃতার্থ হবো...
যুদ্ধ করার ইচ্ছা কিংবা উদ্দেশ্য কোনটাই ছিল না । কিন্তু যুদ্ধ হয়েছে । পরাজিত দল আমরা । সে তাতে কোন যায় আসে না । কিন্তু প্রত্যেক যুদ্ধের পর একটা ক্ষতি হয় , এখানেও হয়েছে । কয়েকটা সম্পর্ক ভাঙে তো কয়েকটা তৈরি হয় । এখানেও কয়েকটা সম্পর্ক ভেঙেছে , সেই ভাঙা সম্পর্কের লিস্ট না দেওয়াই ভালো । আর এটা হলো সেই ক্ষতির লিস্ট
সঞ্জয় দা অপমানিত হয়ে ফোরাম ছেড়েছেন।
বুম্বাদা অসুস্থ হলেও অসুস্থতার নাম করে ফোরাম ছেড়েছেন
দাদা এবং দেবু দা কে ban করা হয়েছে
আমি লেখার ইচ্ছা হারিয়েছি
বাবান দা আমার উপর রাগ কিংবা অভিমান করে গাল ফুলিয়ে বসে আছেন ।
❤️❤️❤️