21-02-2022, 04:40 PM
(This post was last modified: 21-02-2022, 04:46 PM by bourses. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-02-2022, 02:58 PM)Baban Wrote: ছেড়ে যেতে চাইলেই চন্দ্র ম্যাডাম পুরো চন্দ্র সূর্য গ্রহ তারা দেখিয়ে ছেড়ে দেবে.. যে লেভেলের নারী উনি.... শরীরে রাজ রক্ত বইছে ভুলে যেওনা.. পুরো কেলো করে ছেড়ে দেবে![]()
একদম ঠিক কথা বলেছ বাবান, সেই ভয়েই তো আর সে চান্স নিলাম না... তোমার চন্দ্র ম্যাডামকে একদম ঠিক চিনেছ তুমি... (এই কি বলো তো? তোমার সাথে চন্দ্রকান্তা আবার আলাদা করে যোগাযোগ করছে নাকি? এটা কিন্তু আমার কাছে কিছু বলে নি তোমার চন্দ্র ম্যাডাম... তবে জিজ্ঞাসা করবো সেটাও তো পারি না ছাই... হেব্বি চমকাই কি না!
আসলে এক এক করে অনেকেই চলে গেলো... কাল আবার বিচিত্র ভায়ার লেখা পড়ে ভাবলাম নন্দনাদিও ওই দলে নাম লেখালো... তার ওপর এই গল্পে পাঠকদের ফিডব্যাক... সব মিলে ভাবলাম আবার তুমিও না ওই দলে যোগ দাও তাই জিজ্ঞেস করেছিলাম... কর্ম ব্যাস্ততা ও শারীরিক কারণ আলাদা ব্যাপার... কিন্তু এইভাবে পুরোপুরি ইতি টানা আমি পছন্দ করিনি কোনোদিন। যাইহোক.... চালিয়ে যাও... ভোট দিয়ে দিয়েছি ❤
আরে ধুস... "যাবো বলে তো আসি নি আজকে... আজকে হবে হবে সর্বনাশ... স্বর্গ যদি না হয় সত্যি... হোক না তবে নরক বাস... স্ক্যান্ডেল চাই বুঝলে স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে... নইলে এই সমাজে পুরুষ বলে পানে না মান..."... হিক্...
থ্যাঙ্ক ইয়ু ব্রাদার... ভোট দেবার জন্য... মুয়াআআআআআহহহহহ...
ও হ্যা.... আরেকটা কথা.... আমি নতুন একটা থ্রেড ওপেন করেছিলাম ... ওটায় আমি ন্যানো সাইজের পানু গপ্পো লিখি... পড়ে জানিও কেমন।
প্রথম দিকে পড়তে শুরু করেছিলাম আগে... কিন্তু যা হয় আর কি... কিছু পড়ার পর আর কন্টিনিউ করে ওঠা হয় নি... তবে মন কেড়ে নিয়ে গিয়েছে তোমার 'মুক্তি' গল্পটি... এটা এখানের জন্য একেবারেই মানান সই নয় মোটেই... বাকি গুলো অবস্যই সময় নিয়ে পড়ে জানাবো...
থ্রেড - রসভান্ডার
আর আরেকটা কথা..... চন্দ্রর জন্য নতুন একটা পোস্টার বানাচ্ছি এই গল্পের।আমার কাছে যেগুলো আমার স্পেশাল কাজ... তার একটা সেটি।