19-02-2022, 12:38 AM
(18-02-2022, 04:36 PM)bourses Wrote: অসামান্য, অনবদ্য, অভূতপূর্ব... আর কি কি বলা যায় বলুন তো? যখনই একটু সময় বের করতে পেরেছি, তখনই এই গল্পটার নেশায় বুঁদ হয়ে গিয়েছি... এত সাবলিলতায় অথচ সমস্ত মাধুর্য ঢেলে গল্পটা যে ভাবে সাজিয়ে তুলছেন, তাতে আপনাকে সন্মানমা না জানিয়ে পারছি না... ছোট খাটো বানান ভুল চোখে পড়ে ঠিকই কিন্তু গল্পের মাধুর্যে তা যেন সেটা কখনই পড়ার অসুবিধা ঘটায় না একেবারেই...
আমি নিজে ছেলে হয়েও বলতে বাধ্য হচ্ছি যে ছোট থেকে অনেক ফুটবল খেলেছি, কিন্তু সত্যি বলতে বোধহয় কখন এতটা ডিটেলে আমিও ভেবে দেখি নি খেলাটাকে... এটা শুধু মাত্র রিসার্চ ওয়ার্ক করে লেখা সম্ভব নয়... আমি নিশ্চিত, আপনি নিজে অতীতে ভালো ফুটবল খেলতেন, তা না হলে এত খুঁটিনাটি প্রকৃত কোচিং ক্যাম্পে না থাকলে জানা সম্ভব হত না... আপনার গল্প পড়তে পড়তে মনে হচ্ছে যেন টিভিতে ফুটবল ম্যাচের ধারাবিবরণী শুনছি... আহা... অসাধারণ... একটি মেয়ের পক্ষে যে এই ভাবে একটা খেলার প্রচ্ছদ আঁকা যায়, সেটা বোধহয় আপনার গল্প না পড়লে বিশ্বাসই হত না... অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য...
আর সেই সাথে অসংখ্য ধন্যবাদ গল্পের মধ্যে দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাকে এত কাছ থেকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যও... এই রকম একটা ফোরামে, এই ধরনের লেখা, সত্যিই... অভিনব এবং অভিনন্দনীয়...
মানুষের জীবন টা কেমন তাই না? কোন স্থিরতা নেই। এই ভাবছেন, এখন সব ঠিক, পরক্ষনেই কোন বড় ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিল। বা এই হয়ত মনের মধ্যে বিষাক্ত কোন বিষ রয়েছে, এমন একটা ঘটনা ঘটল, মনের ভিতরের সব মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আজ থেকে মাস খানেক আগেও আমি, বেশ স্বাভাবিক ভাবেই জীবন চালাচ্ছিলাম নিজের। ভাবছিলাম, আমার জীবন আমার কন্ট্রোলে আছে। যেমন চালাব তেমনি চলবে। কিন্তু এই এক মাসে যা হয়ে গেল তাতে, নিজের জীবনের উপরে আর নিজের কন্ট্রোল এর উপর আস্থা তো রাখতে পারছি না। ধরুন একটা ছেলে আনন্দে ফুটবল খেলছে। দারুন খেলছে। হাফ টাইমেই সে দুটো গোল দিয়ে দিয়েছে। হাফ টাইমে কেউ এসে ওকে খবর দিল, ওরে আজকে অঙ্কের খাতা বেরিয়েছে, আর তুই ফেল করেছিস। ব্যস ছেলেটা আর খেলতেই পারল না। মাঠে রয়েছে, কিন্তু সে না থাকাই। হয়ত সে ভাবছে, তার ডাক্তার বাপ, তাকে রাতে খুব বকবে, পাড়া প্রতিবেশী জানবে, সে ফেল করেছে। বা তারা গরীব, লোকের বাড়িতে কাজ করে আসা তার মা , ফেল করেছে জানলে খুব কাঁদবে। ব্যস তার সেই মুহুর্তের কর্ম, সাধনা, সব কিছু মাটি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সে পড়াশোনা করেছিল কিনা, বা করেনি। আমি বলতে চাইছি, মাত্র একটা ইনফর্মেশন বা ঘটনা, একটা মানুষের বর্তমান কে, কি ভাবে এম্ফাসাইজ করে।
থামবেন না প্লিজ... পরবর্তি আপডেটের আশায় উন্মুখ হয়ে রইলাম...
সাথে রইল আমার রেপু এবং লাইক... এক রাশ ভালোবাসায় নিমজ্জিত...
থামব না বোরসেস দাদা। আছি। দুদিন একটু ব্রেক নিলাম। মন টা খারাপ ছিল। হ্যাঁ ফুটবল টা খেলেছি। আমি নিজে ফিজিক্স এর ছাত্রী। স্পোর্টস সায়েন্স টা বুঝি। আর ফুটবল টা মারাত্মক ভালবাসি। এটা সত্যি যে, সবাই যা দেখে মাঠে আমি একটু বেশী দেখতে পাই। তাই এনালিসিস গুলো করতে পারি। ভাললাগে।