19-02-2022, 12:24 AM
(18-02-2022, 08:45 PM)Baban Wrote:সত্যিই মজা.... দারুন মজা....... clp);
আপনার বন্ধুকেও বলবেন... শুনে দারুন খুশি হলামclp);
আমি জানিনা দিদি সত্যিই ছেড়ে গেছেন কিনা.. যদি এটা সত্যি হয় তাহলে জেনে দারুন খুব আনন্দ পেলাম দিদি..... নিজের সৃষ্টি অসমাপ্ত রেখে চলে গেলেন। শিভ মা পেলো জানলাম... কিন্তু ওর বাবা মায়ের কি হলো আর জানবোনা হয়তো আমরা।
যাই নি ভাই। আছি। নীতি পুলিশি ব্যাপার টা পছন্দের নয়। কেউ করলেই ভাল লাগে না। তাই একটু বিরক্ত হয়েছিলাম। আছি। দুদিন ব্রেক নিলাম। খানিক ঘুরলাম। দুদিন লেজ তুলে বরের সাথে ঝগড়া করে দেখলাম, বেশ আনন্দ। বেচারী এখনো ভেবে পাচ্ছে না। ঘেবড়ে আছে খুব। খুব আমার উপরে তড়পায়। এখন লেজ গুঁটিয়ে ঘুরছে পিছনে। লাইকড দ্যাট। হাহাহাহাহা। ঝগড়ার রেশ চলছে বাড়িতে কিন্তু মন টা প্রফুল্ল হয়ে গেল। বর দের বিনা কারনেই মাঝে মাঝে কড়কে দিতে ভাল লাগে। গল্প তো শেষ লেখা। জানবে না কেন? এর দুটো পার্ট হবে। একটা শিব শিভ রাকা আর একটা রাকা-শিভ-শিব-আর গুঞ্জা। সেটা পরের পার্টে। অনেক পরে। মাঝে মৈথিলী শেষ করব। এক চিলতে রোদ্দুর শেষ করব। আরেকটা ইরোটিকা লিখব। এখন সময় আছে হাতে বুঝলে না?