18-02-2022, 07:46 PM
(18-02-2022, 04:37 PM)জীবনের জলছবি Wrote: আবারও বলছি কে মন্তব্য করলো বা না করলো তাতে কিচ্ছু যায় আসে না। আর আপনার লেখা কে হৃদয়ঙ্গম করার ক্ষমতা যে কতজন এর আছে তা খুব সন্দেহ। এই প্রতিশোধ এর পর্ব টা শেষ হলে আমি আমার মন্তব্য করব।
কিছু কিছু দিন,মলাটে রঙ্গীন
কল্পনার প্রচ্ছদে আমি আঁকি,
শব্দরা পাতাতেই রয়ে গেছে,
হৃদয়ের মানচিত্রে তোলা বাকি।
মনগড়া গল্প আমরা যাই লিখে
গতিশীল জীবনের এক পাতায়,
অলিগলি রাস্তাগুলো এঁকেবেঁকে
প্রকৃতস্বরূপ চেনায় জীবনখাতায়।
অজ্ঞাত প্রতিবিম্বে চেনা পরিচয়
মনের ট্র্যাফিকে সবুজ সংকেত,
জনশূন্য বাইপাসের ক্ষুদ্র অংশে
চেনা ঠিকানায় মনের অভিপ্রেত।
যান্ত্রিক গোলকধাঁধায় ব্যর্থ কল্পনা
রঙিন বসন্ত মুছে সব লাগে ঝাপসা,
সব স্বপ্ন যে হয়না পূরণ চিন্তায় ব্যাপ্ত
রূপকথা ছিঁড়ে একাকী ওঠাবসা।।