18-02-2022, 04:14 PM
(17-02-2022, 07:14 PM)Baban Wrote: বাপরে কি প্ল্যান মাইরি!! এতো সাংঘাতিক মেয়ে!! অবশ্য হবে নাই বা কেন.... কার মেয়ে দেখতে হবে তো... বাঙালি আর বিদেশি দুই গুনই বর্তমান ওই শরীরে। তবে যৌনতা পেরিয়ে আজকের পর্বে দুস্টু মিষ্টি একটা বালিকা যেন চোখে পড়লো আমার.... যে শরীরে বড়ো হলেও আর অনেক কিছু জেনে ফেললেও ভেতরের বিচ্ছু মেয়েটা আজও লুকিয়ে আছে যা বেরিয়ে আসছে ❤❤
বিচ্ছু বলে বিচ্ছু... বাপ রে বাপ... ছোট বেলায় ওই গড়ের জঙ্গলে কম কিত্তি করে বেরিয়েছে? তবে সাহসও আছে মেয়েটার... তা না হলে মনে আছে সেই নারকেল গাছে উঠে সাপ ধরার ঘটনা? আমি যেদিন এই ঘটনাটা শুনেছিলাম চন্দ্রকান্তার কাছে, সত্যি বলতে আঁতকে উঠেছিলাম আমি... প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না যে ও এটা করেছে বলে, পরে অবস্য ভেবে দেখেছিলাম না, না করাটাও ওর পক্ষে অসম্ভব কিছু না... যতই হোক... রক্ত কোথায় যাবে!... মেয়ের মাথাটাই যা একটু বেশিই গরম হয়ে যায় খুব সহজে, তা না হলে বেশ ভালো মেয়ে... আর সেক্সি... উফফফ... সে আর কি বলবো বাবান... যেমন ফিগার তেমনই দেখতে... আর শরীরের গরমও তেমনই... নাহ!... এর বেশি কিছু বলবো না বাবা... আগ বাড়িয়ে বলে দিলে যদি ঝাড় খেতে হয়? আমায় বড্ড কাঁচা কাঁচা খিস্তি দেয়... অবস্য সেটা যে ভালোবেসেই তা বুঝতে অসুবিধা হয় না... কিন্তু তাও... খিস্তি ইজ অলয়েজ খিস্তিই... তাই না?