17-02-2022, 08:33 PM
কালকে থেকে আসতে পারিনি এখানে... এখন এসে দেখি এই ব্যাপার...... প্লিস বৌর্সেস দাদার কথা মতো আগে ওয়ার্নিং দিয়ে তারপরে চরম পদক্ষেপ নেওয়া হোক... আর এটা ddey দাদা নয়... আমাদের সবার পক্ষে প্রযোজ্য হোক..... হ্যা উনি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন...... যেটা সত্যিই তীব্র হয়ে গেছে...... আমাকেও দাদা বলেছেন সেই কথা। কিন্তু সেই লোকটা বহু পুরোনো গল্প ফিরিয়ে এনেছে এই ফোরামে নিজের থেকেই সেটাও তো সত্যি। নিজের ভালোলাগার জায়গা থেকেই তো সেটা করেছেন তিনি।
আমি আগেও বলেছি কে কি পড়বে সেটা তার সম্পূর্ণ নিজস্য ব্যাপার... কিন্তু সেটা নিয়ে কোনো পক্ষের মধ্যেই যেন ঝগড়া না হয়..... আমরা সবাই পাঠক.... আবার আমরা কয়েকজন লেখক..... পাঠকেরা নিজের মতামতের ওপর, ভাষার ওপর খেয়াল রাখুন আর নিজের মনের কথা জানাক..... কোনো ভাবেই শালীনতা যেন না হারায়.... আমরা কেন শুধু শুধু এসব করে একটা বাজে পরিস্থির দিকে এগিয়ে যাবো? আমি আবারো বলছি সব ধরণের লেখক পাঠক থাকুক ও বাড়ুক...... পাঠকদের সুন্দর মতামত ম্যাজিকের কাজ করে লেখকদের লেখার ক্ষেত্রে।
আমি আগেও বলেছি কে কি পড়বে সেটা তার সম্পূর্ণ নিজস্য ব্যাপার... কিন্তু সেটা নিয়ে কোনো পক্ষের মধ্যেই যেন ঝগড়া না হয়..... আমরা সবাই পাঠক.... আবার আমরা কয়েকজন লেখক..... পাঠকেরা নিজের মতামতের ওপর, ভাষার ওপর খেয়াল রাখুন আর নিজের মনের কথা জানাক..... কোনো ভাবেই শালীনতা যেন না হারায়.... আমরা কেন শুধু শুধু এসব করে একটা বাজে পরিস্থির দিকে এগিয়ে যাবো? আমি আবারো বলছি সব ধরণের লেখক পাঠক থাকুক ও বাড়ুক...... পাঠকদের সুন্দর মতামত ম্যাজিকের কাজ করে লেখকদের লেখার ক্ষেত্রে।