17-02-2022, 06:51 PM
আমার কাছে এটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না, যে হটাৎ করে একজন মেম্বারের বিরুদ্ধে সবাই মিলে এই ভাবে কেন উঠে পড়ে লেগেছে? হ্যা, হতেই পারে সেই মেম্বারটি অনেক কথাই বলেছেন, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা যারা ওনার বিরুদ্ধে তাদের মত এখানে দিয়েছেন, তারাও যে কিছু ভালো কথা পোস্ট করেছেন তা কিন্তু নয়... শুধু তাই ই নয়, তাহলে বলতেই হয় যে এই ফোরামে আরো অনেক মেম্বাররা আছেন, যারা প্রকৃত অর্থে রীতি মত গালাগালি ব্যবহার করে থাকেন একে অপরের বিরুদ্ধে... কোই, তাদের বিরুদ্ধে তো কোন ব্যবস্থা গ্রহন করা হয় না? সেটা কি শুধু মাত্র সংখ্যা গরিষ্ঠতার হিসাব কষে? যদি তা না হবে, তাহলে একজনের ক্ষেত্রে কেন এই বিচার? এটা এমন কিছু বড় সোশাল মিডিয়া নয় যে এখান থেকে ব্যান করে দিলে সেই মেম্বারের অপরনীয় কোন ক্ষতি হয়ে যাবে, বা সে গেস্ট হিসাবে এখানে কোন গল্প পড়তে আসতে পারবে না, কিন্তু আমরা লেখকরা একটা মেম্বারকেও হারাতে চাই না... কারন আমরা অনেক কষ্ট করে এক একটা গল্প তৈরী করি... সেটাকে রূপ দান করার চেষ্টা করি, তার জন্য কোন পারিশ্রমিক এখানে পাওয়ার আশা না করেই... শুধু মাত্র কিছু মন্তব্য পাঠকদের কাছ থেকে... ব্যস... তাতেই আমরা উৎসাহিত বোধ করি... কিন্তু এমনিতেই এই ফোরামে পাঠকদের মন্তব্যের যা হাল, তাতে নিজেই লেখাটা এগিয়ে নিয়ে যাবো কিনা ভাবতে হয় বার বার... সেখানে একজন অ্যাক্টিভ পাঠককে ব্যান করে দিয়ে কি বিরাট লাভ হোলো জানি না... মাঝখান থেকে আমাদের মত লেখকরা একজন পাঠকের মন্তব্য থেকে বঞ্চিত হলাম...
আমি মডারেটরের কাছে অনুরোধ করবো সেই মেম্বারকে অন্তত ওয়ার্নিং দিয়ে তার উপর থেকে ব্যান সরিয়ে নেওয়ার... কারন আমরা কোন মেম্বারকেই হারাতে চাইনা এই ফোরাম থেকে... আর যদি তা না হয়, তাহলে আমি দাবী জানাচ্ছি এখানে অন্য কেউই একে অপরের প্রতি কোন রকম বিদ্বেষ মুলক সামান্য কথা পোস্ট করলেই যেন তাকে ব্যান করা হয়...
আমি মডারেটরের কাছে অনুরোধ করবো সেই মেম্বারকে অন্তত ওয়ার্নিং দিয়ে তার উপর থেকে ব্যান সরিয়ে নেওয়ার... কারন আমরা কোন মেম্বারকেই হারাতে চাইনা এই ফোরাম থেকে... আর যদি তা না হয়, তাহলে আমি দাবী জানাচ্ছি এখানে অন্য কেউই একে অপরের প্রতি কোন রকম বিদ্বেষ মুলক সামান্য কথা পোস্ট করলেই যেন তাকে ব্যান করা হয়...