16-02-2022, 11:21 AM
(15-02-2022, 06:55 PM)Baban Wrote: কি সাংঘাতিক পর্ব মাইরি!!! আর এই মহিলা বলে কিনা বুকে মোচড় আর লাগবেনা? আরে ভাই.. বুকে চিনচিনে ব্যাথা কি শুধুই দুঃখের মুহুর্ত পড়ে হয় নাকি? এই ভয়ানক অলীক টান, দূরে থাকতে না পারার ভয়, বার বার কাছে আসার ইচ্ছা, ভালোবাসার চুম্বন, বকা.. অধিকার ফলানো... এগুলি পড়লেও ওই একই অনুভূতি হয়।
এক প্রশ্ন আর উত্তরের পেছনে এক নারীর মস্তিষ্কে কতগুলো সম্ভাবনা এক মুহূর্তে ফুটে ওঠে আর তারপরে ঠোঁট থেকে বেরিয়ে আসে উত্তর বা প্রশ্ন.... পুরুষ কতটা বোকা বা চালাক জানিনা... (জানতে চাইও না) কিন্তু নারী ছাড়া তারা যে অসম্পূর্ণ তা নিশ্চিত.... উল্টোটাও.....তা সে সম্পর্কে প্রেমের হোক বা মমতার... দাদার হোক বাবা পিতার.... ভালোবাসা.. ভালোবাসাই। ❤
হ্যাঁ দুজনেই , একে অপর কে ছাড়া পূর্নতা পায় না। ঠিক ঠিক ঠিক