14-02-2022, 06:09 PM
আজকের পর্ব পড়ে কয়েকটা লাইন মাথায় এলো... তাই লিখছি -
ভালোবাসা মানে কি গো বন্ধু?
জানা আছে কি তোমার?
সুখের আবেশে হারিয়ে যাওয়া
ভুলে যাওয়া মুখ সবার?
একটাই মুখ তাদের মাঝে
জ্বল জ্বল করে দেখি
সেই হাসিমুখে দুস্টুমি মাখা
পাগল করা দুই আঁখি
তার পরশে পাগল পাগল
হয়ে যাওয়াই কি ভালোবাসা?
একটু কাছে আসার জন্য
অজুহাতে ভরা কত ভাষা
তবুও জানিনা কেমনে এমন
তোমাকেই কাছে চায়
এই যদি গো ভালোবাসা হয়
হারাতে চাই সে জগৎটায়
#বাবান
ভালোবাসা মানে কি গো বন্ধু?
জানা আছে কি তোমার?
সুখের আবেশে হারিয়ে যাওয়া
ভুলে যাওয়া মুখ সবার?
একটাই মুখ তাদের মাঝে
জ্বল জ্বল করে দেখি
সেই হাসিমুখে দুস্টুমি মাখা
পাগল করা দুই আঁখি
তার পরশে পাগল পাগল
হয়ে যাওয়াই কি ভালোবাসা?
একটু কাছে আসার জন্য
অজুহাতে ভরা কত ভাষা
তবুও জানিনা কেমনে এমন
তোমাকেই কাছে চায়
এই যদি গো ভালোবাসা হয়
হারাতে চাই সে জগৎটায়
#বাবান