14-02-2022, 04:12 PM
(12-02-2022, 08:58 PM)জীবনের জলছবি Wrote: লেখক মশাই আপনি তো সোনালী অতিত এ ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার এই আপডেট টা পড়ে বার বার মনের মধ্যে একটা লাইন দূরাগত ধ্বনিসম অনুরণণ করে যাচ্ছে।
" কথা কও কথা কও
হে অনাদী অতিত। "
দুটো মেয়ে যখন উত্তঙ্গু শারীরিক ক্রিয়া তে মত্ত হয় তখন ঠিক মনে হয় যেন মহাকাল নটরাজ রুপে রুদ্রবীণায় সুরসপ্তকের প্রলয় রাগ সৃষ্টি করছেন।
আর আপনার চন্দ্রকান্তা কে ধীরে ধীরে যত টা দেখছি তাতে মনে হচ্ছে যে প্রকৃতি ই যে নারী তা খুব প্রখর ভাবে অনুভূত হচ্ছে।
আরে বাপ রে বাপ... দাড়ান, একটু দাড়ান... আমি সাধারনতঃ লেখার সময় একটু ভাষা জ্ঞান ব্যবহার করে থাকি আমার গল্পে ঠিকই... কিন্তু এই ভাবে আর এই ভাষায় যদি তা গল্পের সমালোচনায় আমার পাঠক পাঠিকারা ব্যবহার করতে শুরু করে দেয়, তাহলে তো আমার কাল ঘাম ছুটে যাবে তার উত্তর দিতে গিয়ে... এই মন্তব্যের উত্তর দিতে গিয়ে কতবার ফোরামে ঢুকে আবার বেরিয়ে গিয়েছি তার ইয়ত্তা নেই বোধহয়... গড় লাগি আপনাগো...
যাক... মজা করছিলাম... এই রকম মন্তব্যই তো আমাদের মত লেখকদের কাম্য... এই ধরণের মন্তব্য পাওয়ার পর মনে হয় সব দিক সামলে গল্প লেখার সার্থকতা যেন দেখতে পাচ্ছি... ধন্যবাদ আপনাকে... অসংখ্য ধন্যবাদ... আর আরো ভালো লাগে... কারুর সোনালী অতীতের কথা মনে পড়িয়ে দিতে পারলে... আমিও তো চন্দ্রকান্তার সেই অতীতটাকেই টেনে নিয়ে আসবার প্রচেষ্টায় রয়েছি সকলের সামনে... আর সেই অতীত যখন প্রকৃতই কারুর নিজের অতীতের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, তখন যেন মনে হয় এই গল্প লেখা সার্থক হলো...
জানি না... পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে নারী চন্দ্রকান্তার মৌলিকতা কতটা উপস্থাপনা করতে পারছি... তবে চেষ্টা করে চলেছি... নিরন্তর... আমার প্রতিটা পর্বের মধ্যে দিয়ে... চেষ্টা করছি তার প্রকৃত নারী রূপটাকে সকলের সামনে তুলে ধরতে... তারপর আমার পাঠক পাঠিকাদের উপর বাকিটা...
সাথে থাকুন... চন্দ্রকান্তার আরো অনেক রূপ আপনাদের সামনে মেলে ধরতে পারবো, সেই কথা দিতে পারি...