Thread Rating:
  • 91 Vote(s) - 3.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মন ২ - কাহিনীর নাম- শিবের শিব প্রাপ্তি- সমাপ্ত
উফ আমি পারি না শাড়ি সামলাতে, আর মা সেই পরিয়ে দিল। আসতাম কি সুন্দর স্কার্ট পরে। বেস্ট ড্রেস আমার কাছে ওটা। বসার সময়ে আঁচল টা আমারি নীচে চলে গেছিল। অস্বস্তি টা বুঝেও, বুঝতে পারছিলাম না কীসের অস্বস্তি। অনেক পরে বুঝলাম, আমার বুকে টান পরছে। কাঁধে যেখানে শাড়ি টা পিন দিয়ে আটকানো ছিল সেখানে টান পরছে। আঁচল টা বের করে কোলে রাখতেই অস্বস্তি টা কেটে গেল। উফ কত কিছু শিখতে হবে আমার কে জানে, এই বাঁদর টার জন্য। ভাগ্যিস রনি নেই। না হলে ওর বিশ্বাস আবার আমার উপরে চাপানোর চেষ্টা করত আমি নিশ্চিত।   

আন্দাজ করেছিলাম আমি, কিন্তু ও যে একেবারে পাগল হয়ে আছে জানতাম না। সিনেমা পনেরো মিনিট ও হয় নি, ও উল্টো দিকে নিজের হাত টা নিয়ে এসে আমার কাঁধে হাত দিল। একপ্রকার আমি ওর হাতে মাথা দিয়ে সিনেমা দেখতে লাগলাম। আমার কিছুই মনে হয় নি। কারন এমন ভাবে আমরা সাধারন সময়েই, ছোট থেকেই দাঁড়াতাম বসতাম। কিন্তু একটু পর থেকেই, কাঁধে যেখানে ব্লাউজ আটকে ছিল, সেখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দিল। খুব টাইট ব্লাউজ। খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখলেও, আঙ্গুল দেবার সাথেই আমি বুঝে গেছিলাম। একটা থেকে দুটো আঙ্গুল ঢুকিয়ে দিল। বাকি আঙ্গুল গুলো আমার কাঁধে ঘুরতে লাগল অনিয়মিত ভাবে। আমি সিনেমা দেখব কি। শরীর কেমন শিউরে উঠছিল বারংবার। বার বার ওর দিকে তাকাচ্ছি আমি। ও কিন্তু আমার দিকে তাকিয়ে নেই। সামনে তাকিয়ে সিনেমা দেখছে। যেন , আমাকে ওই সব করছে, সেটা ও আনমনে করছে। সব শয়তানি ওর।

মনে মনে ভাবলাম, ওকে আজকে আটকাতে হবেই। আর ওকে প্রশ্রয় দিলে চলবে না। ওকে আমি প্রশ্রয় দিচ্ছি মানে, ওর নাম করে আমি নিজেকে প্রশ্রয় দিচ্ছি। আমি ওকে না আটকানো মানে, আমি ওকে প্রভোক করছি এই সব করতে। কেন যে এতো সেজে এলাম কে জানে? মাঝে মাঝে মাথা টাও আমার খারাপ হয়ে যায়। ততক্ষনে ওর আঙ্গুল আমার চুলের গোঁড়ায়। সেখান থেকে আমার কানের দুল। কানের পাতা। গলা আর কাঁধের মাঝের জায়গায় ঘুরে বেরাচ্ছে নির্দিদ্ধায়। আমি শিউরে উঠছি। গায়ে কাঁটা দিচ্ছে আমার। কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। ব্লাউজ টা আরো টাইট লাগছে আমার। গরম করছে। হাঁসফাঁস লাগছে আমার। জ্বালা করছে শরীর। উফ আর পারছি না আমি। এক ঝটকায় ওর হাত টা পিছন থেকে সামনে নিয়ে চলে এলাম। ও অবাক হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। বুঝলাম না ও বুঝল কিনা। কি জানি, কেমন একটা ব্যোম ভোলার মতন মুখ।এখন বকলে যদি কষ্ট পায়। ইচ্ছে করে না করলে, বকা দিলে , কষ্ট তো পেতেই পারে তাই না? তাছাড়া এসেছে মাত্র সাত দিনের জন্য। ভাবলাম, দাঁড়া আমি তোর এই রোম্যান্টিক ভাবের গুস্টির তুস্টি পুজো করার ব্যবস্থা করছি। আমি আমার পার্স থেকে রুমাল টা বের করে চুল টা ঘাড়ের কাছে বেঁধে নিলাম রুমাল দিয়ে। গরম টা একটু কমল। তার পরে ওর বাঁ হাত টা আমার হাতে নিয়ে সিনেমা দেখাতে মনোযোগী হলাম আবার।

ইন্টারভ্যাল এর আগে আর কোন রকম ঝামেলা করে নি। ভাবলাম যাক সুমুতি হয়েছে। ইন্টারভ্যাল এর সময়ে ও উঠে গিয়ে কোল্ডড্রিঙ্ক আর পপকর্ন এর একটা বড় ব্যাগ নিয়ে এলো কিনে। আমার কোলে রাখা রইল সেটা। দুজনাই মাঝে মাঝে নিচ্ছি আর খাচ্ছি। আর ও মাঝে মাঝেই, আমার মুখের কাছে, কোল্ডড্রিঙ্ক টা মুখের কাছে আনছে, আমি সিপ নিচ্ছি হালকা করে। একটা সময়ে বুঝলাম, আমার কাঁধে হালকা ঠান্ডা অনুভুতি হচ্ছে। কিছুক্ষন নজরে রাখলাম ওকে, দেখলাম, একটা করে পপকর্ন রাখছে আমার কাঁধের খোলা জায়গাটায়। সেখানে মুখ নিয়ে গিয়ে পপকর্ন টা মুখে নিচ্ছে। আর তারপরে যেখানে রেখেছিল পপকর্ন টা সেখান টা চাটছে হালকা করে। দুতিন বার এমনি করার পরে, বাঁ হাত দিয়ে, হালকা করে টেনে চুলে বাঁধা রুমাল টা খুলে দিল। আমি কিচ্ছু বলিনি তখন ও। কিন্তু শেষ বারের পপকর্ন টা কাঁধ থেকে তোলার সময়ে কুটুস করে কামড়ে দিল আমার কাঁধে।

-     উফ কি হচ্ছে রাকা এইগুলো? সিনেমা টা দেখতে দিবি না?

একটু জোরেই বলে ফেলেছিলাম কথা টা। দেখলাম, সামনের দুজন পিছন ফিরে তাকাল। মেয়েটা আর ছেলেটা দুজনেই হাসল। ইশ কি লজ্জা। কি যে ভাবল কে জানে? যত নষ্টের গোঁড়া এই ছেলেটা। গলা নামিয়ে নিলাম আমি
-     কি করছিস তখন থেকে?

হাসি হাসি মুখ করে, ভেজা বেড়ালের মতন বলল,
-     কেন কি করেছি আমি?

আহা যেন কিছু জানে না। বললাম
-     দেখবি? জানিস না কি করছিস?

তারপরেই আমি প্রায় আবদারের সুরেই বললাম
-     প্লিস দেখতে দে না একটু, কেন ঝামেলা করছিস?
-     কি করেছি তাই?
-     কি করেছিস? চুল টা খুলে দিলি কেন?
-     আরে অতো সুন্দর চুল একটা ন্যাকড়া দিয়ে বাঁধা ছিল, তাই খুলে দিলাম। আচ্ছা এই নে ধরে রইলাম আমি।
আন্দাজ নেই হাতের। টান পড়ল বেশ জোরে আমার চুলে।
-     আহ মা!

আমার চুল টা পুরো টা নিজের হাতে নিয়ে আমার ঘাড়ের কাছে ধরে রইল রাকা। বললাম
-     উহহহহ কি হচ্ছে এটা? আমি ঘাড় নড়াতে পারছি না তো।
-     এই বার? হয়েছে ঠিক?

দেখলাম মুঠি টা হালকা করে দিল। উফফ একে নিয়ে যে কি করি আমি?
-     হুম ঠিক আছে ঘাড় নড়াতে পারছি তোর দয়ায়। আর কাঁধে চাটছিলি, তারপরে কামড়ে দিলি, সেটা?
-     উম্মম ………… সেটার দুটো কারন, এক আমি তো তোর ভাষায় কুত্তা। তাই জিভ টা বেরিয়ে যাচ্ছিল বার বার। আর কামড়ালাম কারন তুই আমাকে না দেখে সিনেমা দেখছিস তখন থেকে, তাই তোর ধ্যান ভঙ্গ করলাম।

বোঝ!!!! সিনেমা দেখতে এসেও ওকেই দেখতে হবে। মনে হচ্ছে একেবারে দাসখত দিয়ে এসেছি আমি পৃথিবীতে আসার আগে। মুখে হাসি লেগে আছে ওর। শয়তান একেবারে। বললাম
-     ও সিনেমা দেখতে এসেও তোকে দেখব নাকি রে কুত্তা?
-     ওই দ্যাখ আবার কুত্তা বললি আমাকে। এই নে আল্লল্লল্লম্মম্মম্মম্মম্মম

আমার চুল টা টেনে ধরে কাঁধে বড় করে চেটে দিল আবার। ইশ!!! রুমাল টা পিছন থেকে নিয়ে, মুছে নিলাম কাঁধ টা আমি। ঘাঁটালাম না ওকে আর। ঘাঁটালেই এই সব অত্যাচার করবে।

যাই হোক কোন রকমে আটকেছি সিনেমা হল এ। কিন্তু চুপ চাপ বসে ছিল না ও। আমি সিনেমা দেখছিলাম, আর আমার পাত্তা না পেয়ে, একবার তো আমার গলায় মুখ ঢুকিয়ে দিল। আমি কট্মট করে তাকাতেই নিরস্ত হল। আবার পেটে হাত দিল একবার। আমার কোলে ছিল পপকর্নের প্যাকেট টা। সেটা কে নিতে গিয়েই বার বার পেটে হাত দিচ্ছিল আমার। আর যত আমি ওকে আটকে দিচ্ছিলাম ততই ও রেগে যাচ্ছিল। ফোঁস ফোঁস করছিল। সিনেমা শেষ হবার আগেই আমাকে নিয়ে বেরিয়ে এলো ও। তখন রোদ পরে গেছে বেশ। কি যে করে ছেলেটা আমি বুঝতে পারি না। যখন ওর বাড়ি এলাম তখন আন্টি কাজ থেকে ফেরেন নি। একটা কথাও বলে নি রাস্তায়। আর স্কুটার টার প্রান বেরিয়ে যাবে এমন জোরে চালালো। আক্কেলহীন ছেলে একেবারে।
[+] 12 users Like nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: মন ২ - কাহিনীর নাম - শিবের শিব প্রাপ্তি অধ্যায় তিন- নতুন পর্ব ১৭- ১৮ - by nandanadasnandana - 14-02-2022, 02:09 PM



Users browsing this thread: 8 Guest(s)