14-02-2022, 12:27 PM
(14-02-2022, 02:34 AM)kublai Wrote: অসাধারণ, মনে হয় না কোনও ফোরামে এই বিষয়ে এত ডিটেলে কেউ লিখেছে বলে,
আর একটা ব্যাপার হলো ফুটবল খেলাটা আপনি খুবই ভালো বোঝেন ও ততটাই ভালো বর্ণনা
করতে পারেন, ঠিক যেমন পারেন মানসিক টানাপড়েন গুলো।
আপনার কলমের যা জোর, তাতে নিত্য নতুন বিষয়ে আরও অনেক অসাধারণ
লেখা ভবিষ্যতে পাবো এই আশাই করি।
ধন্যবাদ। ফুটবল আমার প্রিয় সাবজেক্ট। বস্তুত সব খেলাই। তার মধ্যে ফুটবল আছে , ক্রিকেট আছে, বক্সিং আছে। চেষ্টা করব লিখতে। বাবান একদিন বলেছিল আর দ্বিতীয় আপনি বললেন আজকে। মানে ফুটবল নিয়ে। ভাবছিলাম, গল্পের টানে পাঠকে ফুটবলের ব্যাপার টা দেখছেই না।