24-12-2018, 07:49 PM
রেবতী যখন ঘরে ঢুকল গুরুজী তখন ধ্যান করছিলেন। এই প্রথমবার রেবতী গুরুজীকে দেখল। বয়স ৫০-৫৫ হবে, মাথায় জটাছাড়া লম্বা চুল, দাড়ি কামানো, খালি গা – বুকে ঘন লোম, গলায় গাঁদা ফুলের মালা, কপালে লাল টিকা, লাল কাপড় লুঙ্গির মতো পেঁচিয়ে পা মুড়ে বসে আছেন। চোখ বন্ধ। সম্ভবত ধ্যান করছেন। রেবতী শ্রদ্ধায় হাঁটু মুড়ে গুরুজীর পায়ের কাছে বসে পায়ে হাত দেয়। গুরুজীর ধ্যানে ব্যাঘাত ঘটে। ক্ষ্যাপে যান উনি।
হে মূর্খ নারী, চলে যাও আমার সামনে থেকে
গুরুজীর চোখের দিকে চোখ পড়তেই রেবতী দেখল ক্রোধে লাল হয়ে আছে চোখ দুটো। ভয়ে জমে গেল রেবতী। কি করবে কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে এল। নিচে এসে কাউকে কিছু না জানিয়ে নিজের রুমে টুপ করে ঢুকে পড়ল।
হে মূর্খ নারী, চলে যাও আমার সামনে থেকে
গুরুজীর চোখের দিকে চোখ পড়তেই রেবতী দেখল ক্রোধে লাল হয়ে আছে চোখ দুটো। ভয়ে জমে গেল রেবতী। কি করবে কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে এল। নিচে এসে কাউকে কিছু না জানিয়ে নিজের রুমে টুপ করে ঢুকে পড়ল।