13-02-2022, 02:44 PM
এই পর্বটা একেবারে অন্যরকম... আরও কঠিন... আরও পরিপূর্ণ.. আরও সন্তুষ্টির। কারণ..... এই প্রথম আকর্ষণ আর বন্ধুত্ব মিলেমিশে একটা নাম খুঁজে পেলো। ভালোবাসার চরম পর্যায় পৌঁছানোর প্রথম পদক্ষেপ এই পর্বে পেলাম। বুকে মোচড় শুধুই দুঃখের মুহূর্ত পড়েই লাগেনা..... এই কাছে আসার প্রতিটা ব্যাখ্যাও মিষ্টি ব্যাথা দিতে পারে, আর তাই দেয়ও। মানুসিক সকল বাঁধা দন্দ্বকে উপেক্ষা করে এক নর নারীর খুব কাছে আসার পর্ব এটি। অসাধারণ ভাবে প্রথম চুম্বন ফুটিয়ে তুলেছেন দিদি..... শিবের ভেতরের জ্বালা আর ভালোলাগা দুই সাংঘাতিক ভাবে ফুটিয়ে তুলেছেন। নারী মন এতটাই জটিল আবার এতটাই নরম যে হয়তো সেই নিজেকে অনেকসময় চিনতে পারেনা... কিন্তু তখন পুরুষ তাকে হয়তো চিনতে পারে... তা সে পুরুষ যতই অজ্ঞ হোক নারীর ব্যাপারে। আজকের প্রতিটা বর্ণনা যতটা উত্তেজক ততটাই পবিত্র ❤