Thread Rating:
  • 90 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মন ২ - কাহিনীর নাম- শিবের শিব প্রাপ্তি- সমাপ্ত
                                                           পর্ব আঠেরো
 
ঝামেলায় পড়লাম রাতে খেয়ে দেয়ে সবাই যখন যাবার জন্য তৈরি হচ্ছিল। আমার মা তো আমাকে বলেই দিল, নতুন যায়গা যেন ভাই আর বোনের হাত না ছাড়ি। কি ঝামেলা! আমি মায়ের মুখের উপরে কিছু বলতে পারলাম না। কিন্তু ইচ্ছেও করছে না। ওদের কে দেখতে গেলে রাকার সাথে যাব কি ভাবে? আন্টি কে ধরলাম। আন্টি কে ব্যাপার টা বলতেই, আন্টি মুচকি হেসে মা কে বলে দিল,
-     দিদি গরিমা আর পিনি আমার সাথে থাকবে। শিব ও তো চেনে না। ও সামনে যাক, দেখুক কেমন করে ন্যাড়া পোড়ায়।

তারপরে আমার দিকে মুখ ফিরিয়ে বললেন আন্টি,
-     কিন্তু খুব সাবধান, আকাশ ছোঁয়া আগুনের শিখা ওঠে। খুব সামনে যাবি না কিন্তু। আর ওই বাঁদর টা কে আটকে রাখবি।

আমি মায়ের দিকে তাকাতেই দেখলাম, মা আমার দিকে তাকিয়ে আছে কট্মট করে। বুঝলাম, মা বুঝতে পেরেছে, আমি আন্টির পিছনে আশ্রয় নিয়েছি। কিন্তু মায়ের মুখেও হাসি লেগেছিল। কিন্তু মা আমাকে বলল,
-     হয়ে গেছে পারমিশন? আদায় করে নিয়েছ সেটা? এখন দয়া করে ব্যাগ থেকে একটা চাদর বের করে বাপি কে দে। আর পিনির মাথার টুপি টা পরিয়ে দে ওকে। আর গরু টা কে বল, ওড়না টা মাথায় জড়িয়ে নিতে। আর নিজেও যেন ওড়না টা মাথায় জড়িয়ে নিস, ঠান্ডা লাগলে কিন্তু এক ঘা মার ও মাটিতে পড়বে না তোর।

আন্টির সামনে আমাকে মারবার কথায় রাগ করাই গেল না। আমি বার বার বলি, আমার মা একটা উম্মমাআহহহ। আমি আনন্দে লাফাতে লাফাতে, বাপির চাদর আর ভাই এর টুপি বের করে, দুজন কে পরিয়ে দিলাম। তারপরে চলে এলাম, সবাই যেখানে জড়ো হয়েছিল সেখানে। রাকা আমাকে পিছনে ডাকতেই আমি ওর পাশে চলে গেলাম। যাক এখন একটা প্যান্ট পরেছে, আর একটা জামা।

সবাই যে দিক দিয়ে গেল, আমরাও সেই দিক দিয়েই বেরোলাম। একটু পিছনে। আমার মা, বাপি, আন্টি সবাই সামনেই আছে। মা মাঝে মাঝেই যেতে যেতে আমাকে পিছনে ফিরে একবার দেখে নিচ্ছে। রাকা সেটা লক্ষ্য না করলেও আমি লক্ষ্য করছি। অন্ধকার রাস্তা। সামনে দুজন হ্যাজাক নিয়ে চলছে। আর বাকি রা পিছু পিছু। আমরা আছি শেষে। প্রায় অন্ধকার সেখান টা। সবার হাতেই খড়ের একটা মুর্তি। তাতে পা একটাই, কিন্তু হাত দুটো। যেন মনে হচ্ছে একটা মানুষ কে পা বাদ দিয়ে শুলে চড়িয়ে দেওয়া হয়েছে। একটা সরু লাঠি ঢোকানো। সবাই সেই লাঠি ধরে নিয়ে যাচ্ছে। আমার বাপি মা র হাতেও ওমনি একটা মুর্তি। রাকার জেঠু একটা সাইকেলে বোঝাই করে দুটো বিশাল বিশাল থলি তে বাজী নিয়ে যাচ্ছেন। পিছনে সাইকেলে আরো একটা লোক বাজী নিয়ে যাচ্ছে। রাকা বলল, ঐ লোকটা বাজী বাঁধে , আর পোড়ায়। ওদের গ্রামের ই লোক। একটা জায়গা এলো , যেখানে রাস্তা টা দুভাগ হয়ে গেল। রাকা বাকী দের সাথে না গিয়ে আমাকে নিয়ে ওই রাস্তায় চলে এল। আমার তাতে কোন চিন্তা ছিল না। রাকা সাথে আছে এই অন্ধকারের ভয় টা ও আর পাচ্ছিলাম না। না হলে এতো বড় বাড়ি ওদের, আর এতো অন্ধকার চারিপাশে, আমার ভয় লাগছিল বেশ সারা সন্ধ্যে টা। আমি বললাম,
-     কি রে এদিকে এলি?

অন্ধকারে, আমার হাত টা ধরে প্রায় টানতে টানতে ও আমাকে নিয়ে যাচ্ছে। বলল
-     চল না। আমরা একটা জায়গায় যাব, যেখান থেকে, ন্যাড়া পোড়ানো ও দেখতে পাব, আর বাজী পোড়ানো দেখতে পাব। কিন্তু অনেক টা আলাদা হয়ে।
-     ও। উফ আস্তে টান না আমাকে। উফ তুই না হয় চিনিস আমি কি চিনি নাকি রাস্তা। উজবুক, যদি পরে যাই, তখন দেখবি মার কাকে বলে।

আমার কথা শুনতে ওর বয়েই গেছে। আমাকে হিঁচড়ে নিয়ে যাবার মতন করে ও টানছে। আমি প্রায় দৌড়চ্ছি ওর সাথে। এর বাড়ির পিছন, তার বাড়ির উঠোন, গলি, পুকুরের ধার ধরে আমাকে নিয়ে এসে দাঁড় করালো এমন একটা অন্ধকার জায়গায় যেটা আমাকে মুগ্ধ করে দিল একপ্রকার। সামনে আর কোন বাড়ি ঘর নেই। ফাঁকা, শুধু চাষের জমি আর পুকুর। পুকুরের জলের সাদা ভাব, আর সেই জলের উপরে ওঠা হালকা নরম ঢেউ আমি দেখতে পাচ্ছি।  ছোট বড় গাছ গুলো মনে হচ্ছে, নিজেরা অন্ধকারের চাদর ঢেকে লুকোচুরি খেলছে। খোলা আকাশ সামনে। অজস্র তারা আকাশে। মনে হচ্ছে আকাশ আজকে তারার উত্তরীয় ধারন করেছে।  আজকে চতুর্থী তাই চাঁদ উঠেছে বেশ দেরী তে। হালকা আলো। আকাশে তাই তারা দের ই রাজত্ব। মনে হচ্ছে, পুরো আকাশ জুড়ে জোনাকী। চৈত্রের হালকা মিষ্টি বাতাস। লোম খাড়া করা হালকা ঠান্ডার কামড় সেই বাতাসে। ঝিঁঝিঁ ডাকছে পাশেই কোথাও। কোন ইঁদুর বা কিছুর চলে যাবার সরসর শব্দ পেলাম। পিছনে রাকার শ্বাস প্রশ্বাসের শব্দ। নিজের বুক ধুকপুকনি ছাড়িয়েও, সেই আওয়াজ আমার কাছে আসছে। হাত টা ধরে নিলাম আমি রাকার।

কিছু হেঁটে আসতেই একটা পুকুরের ধারে এলাম আমরা। বিশাল পুকুর। পুকুরের উল্টো দিকে দেখলাম, আমাদের দল টা অন্য পথে এসে উপস্থিত। হ্যাজাক দুটো কেউ একটা রাখল কোন উঁচু ঢিপি তে। এদিকে একটা পরিষ্কার জায়গাতে আমরা দাঁড়ালাম। বেশ রাত হয়েছে, কেউ নেই আশে পাশে। যে জায়গায় দাড়ালাম সেখানে বুঝলাম, ধান ঝাড়ে। নিকোন জায়গা। একটা সিমেন্টের স্ল্যাব বানানো পুকুরের ধার ঘেঁষে। আমাকে হাত ধরে তুলে দিল ও স্ল্যাবের উপরে। আমি বসলাম আর  রাকাও বসল এসে পাশে আমার। কি মিষ্টি লাগছে পরিবেশ টা। আমি তো কোন কথাই বলতে পারছি না। দৌড় ঝাঁপ, মায়ের চোখ এড়িয়ে এখানে আসা, সব ছাড়িয়ে মনের মধ্যে একটা ভালো লাগা। অন্ধকার টা সয়ে গেছিল আগেই। রাকাকে দেখছিলাম। ও পুকুরের উল্টো পাড়ে ন্যাড়া গুলো কে জড়ো করে এক জায়গায় করা দেখছে। আর আমি রাকা কে।ইশ কেন এতো ভালো লাগে ওকে আমার? হরমোনাল প্রভাবে বড় সর যেন কিছু না হয় আর।  

জানিনা কত ক্ষন ওই ভাবে বসে ছিলাম আমি। সহসা আলো দেখতে পেতেই দেখলাম, দাউ দাউ করে আকাশ ছোঁয়া লেলিহান শিখা। পুকুরের জলের ঢেউ এর আগা গুলো যেন সেই উত্তাপ নিয়ে আসছে আমাদের দিকে শনৈ শনৈ। দুরের আলো আর জলের আলো রাকার মুখে। রাকার মুখে চোখে একটা আনন্দ।আমি ওড়না টা আমার মাথা থেকে খুলে ওর মাথায় চাপিয়ে দিলাম। আমার ঠান্ডা লাগতে পারলে ওর ও তো পারে। আমি ওড়না টা চাপাতেই আমার দিকে ফিরল ও। বলল,
-     কি হলো, এটা চাপালি কেন মাথায়?

সাড়া দিলাম না। এই সব কথার উত্তর আমি ওকে দেবার প্রয়োজন বোধ করিনি কোন দিন। আজকেও দিলাম না। কিন্তু বললাম
-     ওটা যেন না সরে মাথা থেকে।

ও কিছু বলল না। মাঝে মাঝে আমার কথা এক কথায় মেনে নেয় কি করে সেটা আমি ভাবি খুব। আমি ছোট বেলার মতই, ওর কাঁধে আমার কনুই টা রেখে মাথা টা ওর মাথার সাথে লাগিয়ে রেখে সামনে দেখছি। ও আমাকে বলল,
-     তোকে একটা খবর দেবার জন্য এখানে আনলাম।

আমি ওই ভাবেই তাকিয়েছিলাম সামনের দিকে।আনমনেই বললাম
-     কি?
-     বিকালে ফোন এসেছিল, আমার ক্লাব থেকে। আমি ইন্ডিয়া টিমে ডাক পেয়েছি।

চমকে উঠলাম এবারে। মনে হচ্ছে, ডাক পেয়েছি নিশ্চই বলে নি। পাই নি বলেছে। তাই দুঃখে আমার সাথে এখানে সময় কাটাতে এসেছে। আমি কি বলব বুঝতে পারছি না তখন। ওর দিকে হাঁ করেই তাকিয়েছিলাম। মুখে দুঃখের কোন লেশ মাত্র নেই। ঠোঁটে হাসি। ওই সব দেখে আমার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। মনে হলো ও যা বলল সেটা কি সত্যি!! ওকে বললাম
-     কি বললি? তুই ন্যাশনাল টিমে ডাক পেয়েছিস?

ও চুপ করে রইল, আমার দিকে তাকিয়ে। আমার তর সইছিল না একদম। ওকে ঝাকিয়ে বললাম
-     কিরে বল?
আমার দিকে ফিরেই ছিল ও। ওই ভাবে তাকিয়েই বলল
-     হ্যাঁ।
-     সত্যি!!!!!!!
-     হ্যাঁ রে বাবা।

আমি কি করব খুঁজেই পাচ্ছিলাম না। উত্তেজনায় দু ঘা বসিয়ে দিলাম, বললাম
-     শয়তান, বিকালে খবর পেয়েছিস, আর এখন জানাচ্ছিস?
-     উহহ ভাবলাম, একটা ভালো পরিবেশে তোকে নিয়ে এসে তোকেই বলব প্রথমে। আমার এই জার্নি তে, সব থেকে বেশী খেটেছিস তুই। তুই ই একদিন বলেছিলি, কে বলতে পারে, তুই ইন্ডিয়া খেললি না?

ইচ্ছে তো করছিল ওকে জাপটে ধরি। কিন্তু ওকে দেখছিলাম আমি। বুকের মধ্যে আনন্দের ডমরু বাজছে মারাত্মক ভাবে। কত ভাবনা, কত চিন্তা, ছেলেটা এই ভাবে অবসান করল আমার। উফ আবার চোখে জল আসছে কেন? আমার বার বার মনে হয়, ডক্টর রা আমাকে ইস্ট্রোজেন বেশি পুশ করেছে। আনন্দের সময়েও চোখে জল? রাকা আমাকে কাঁদতে দেখে বলল
-     তোর এই রিয়াকশন টার জন্যেই অপেক্ষা করছিলাম আমি। মনে হয়েছিল, তুই আনন্দে কেঁদেই ফেলবি।

ওর কাঁধের থেকে কনুই টা সরিয়ে নিলাম আমি। আমার দিকেই ফিরে আছে ও। আমি চোখের জল টা মুছে নিলাম। কিন্তু থামছে না যেন। ইশ ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে ফেলি। ও বলেই চলে
-     কি রে? আর কাঁদিস না। আয় চোখের জল মুছিয়ে দি।

আমার দুই চোখের জল মোছাতে মোছাতে, ওকে দেখে আবার ও জলের ধারা নামতে থাকল আমার চোখ দিয়ে।এতো আনন্দ আমি রাখব কোথায়? ও যেন থমকে গেল আমাকে দেখে ওই ভাবে। আমিও থমকে গেলাম। কি যে টান ওর চোখে বলে বোঝাতে পারব না আমি। আমি ভুলেই গেলাম আমি মেয়ে নই। জোর করে বানানো একটা মেয়ে। আমার ও তো ইচ্ছে হয় ওই দুটো চোখে হারিয়ে যেতে, কিন্তু সাহস পাই না। রাকার হাসি হাসি মুখ এর চওড়া ভাব  টা যেন ধীরে ধীরে কমে এল। একটা গম্ভীরতা মুখে। যেন ও টেনশন এ আছে ও। আমিও তাকিয়ে আছি এক দৃস্টি তে। চোখ সরাতে পারছি না আমি মোটেই। ওর মুখ টা এগিয়ে আসছে আমার দিকে। ওর চোখ যেন স্থির। আমার ঠোঁটের দিকে। আমি বুঝতে পারছি কিছু একটা হতে চলেছে। কিন্তু নিজেকে সরিয়ে নিয়ে যাবার সামর্থ্য আমার হলো না। দুটো মারাত্মক সুন্দর ঠোঁট প্রায় আমার মুখে কাছে। ওর নিঃশ্বাসের সুগন্ধ আমার নাকে আসছে। চোখ বুজে ফেললাম আমি ভয়ে। আর সাথে সাথে আমার ঠোঁটে স্পর্শ করল ওর ঠোঁট। কি সুন্দর একটা গন্ধ। কি সুন্দর একটা অনুভব। আর চোখ খোলার সাধ্যি আমার নেই। আমি চাই না এই স্বপ্ন টা না ভাঙতে। চলুক না যতক্ষন চলে।

কখন যে আমার হাত দুটো ওকে জড়িয়ে ধরেছে আমি বুঝতেও পারিনি। আমার তখন ও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু ঠোঁটে একটা অদ্ভুত জ্বালা। যেন পুড়ে যাচ্ছে আমার ঠোঁট দুটো। বার বার জিব দিয়ে নিজের ঠোঁট দুটো চেটেও কোন সুরাহা পাচ্ছি না। জ্বলুনি বেড়েই যাচ্ছে আমার। ও হয়ত আমাকে দেখছে চুমু থামিয়ে। কিন্তু আমার ওকে দেখার সাহস নেই। স্বপ্ন হোক বা বাস্তব , আমি চাই না বেরিয়ে আসতে।
-     কি রে চোখ খোল !!

ওর গলার আওয়াজেও আমার সাহস হল না চোখ খোলার। মনে হচ্ছিল, সব চুলোয় যাক। আমি থাকি এই ভাবেই , এই খানে। জীবনের এতো বড় সম্পদ আমি কোন ভাবেই উঠে গিয়ে নষ্ট করতে চাই না আর। আমি চোখ খুললাম না দেখে, আমাকে টেনে নিল বুকে ও। আমিও রাকার বুকে মাথা দিলাম। এতো শান্তি পাওয়া যায় জানতাম না। ছোট বেলার পুতুলের মতই, মনে হলো, এটা আমি আগে কেন পাই নি। এতোক্ষনে চোখ খোলার সাধ্য হল আমার। ওর হাত দুটো আমার পিঠে জড়ানো। আর আমি ওর বুকে মাথা দিয়ে, তাকিয়ে আছি পুকুরের দিকে, আরো দূরে যেখানে আতস বাজী উপরে উঠে ফাটছে, আলোর সাথে শব্দ করে।
আমাকে প্রায় জোর করেই ও তুলল এবারে। বলল
-     উফ তখন থেকে চেষ্টা করছি , মুখ টা দেখব, সেটা আর দেখতে পাচ্ছি না।

আমি তাকালাম ওর দিকে। দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে। ভাবছিলাম এর থেকে আনন্দ তো আমি আর কিছু পাই নি। ওর ইন্ডিয়ায় চান্স পাওয়া মাথায় নেই। সামনে শুধুই ছেলে টা কে দেখছি আমি। লজ্জা লাগছে আরো। ওই নজর টা সহ্য করা সম্ভব হচ্ছে না আর আমার পক্ষে।

বাজী র লোক টা মনে হয় বিশ্রাম নিচ্ছে। লাস্ট হাউই বাজী টা উপরে ফেটে যেতেই, চারদিকে যেন একটা অখন্ড অন্ধকার আর নীরবতা নেমে এল। আমি বুঝতেই পারলাম না কখন যে ও আমার আমার ঠোঁট দুটো কে পুড়িয়ে দিতে নিজের ঠোঁটে নিয়ে নিয়েছে, অন্ধকার পুরো জায়গা টা কে গ্রাস করার সাথে সাথেই। না বলবার, না তো ক্ষমতা আছে আমার, আর না আছে ওকে ঠেলে সরিয়ে দেবার ক্ষমতা। পুড়তে পুড়তে ওকে জড়িয়ে ধরা ছাড়া আর তো উপায় নেই আমার কাছে।

আমার ঘাড়ের কাছে ওর হাত টা বুঝতে পারলাম। আমার চুলের গার্ডার টা খুলে দিল ও। সারা শরীর টা শিরশির করে উঠল আমার। আমার ঘাড়ে ওর আঙ্গুল গুলো যেন আমাকে আরো স্থবির করে দিল। আমার দুটো হাত দিয়ে ওর পিঠ টা প্রায় খামচে ধরলাম আমি। মনে মনে বলছি, অন্ধকার টাই ভাল বেশ। চুল টা খুলে দিয়ে, মুখ টা আমার ঠোঁট থেকে গলা, সেখান থেকে কাঁধে পৌছুলো রাকার। আমাকে একটু টেনে নিল ও। আমার যেন কোন ক্ষমতাই নেই আর। টেনে নিল বুকে আমাকে রাকা। 

মনে হয়, পুকুরের উল্টো দিকে বাজী ওয়ালার বিশ্রাম শেষ হয়ে গেছে। মাঝে মাঝেই আকাশ আলো করে হাউই উড়ছে। আর আমরা তখন একে অপর কে ছেড়ে দিচ্ছি। আবার অন্ধকার হলে জড়িয়ে ধরছি ওকে আমি। এই প্রথমবার, আমার শরীরের আনাচে কানাচে ওর হাত ঘুরে বেড়াচ্ছে। সিটিয়ে যাচ্ছি আমি। জানিনা নিজের উপরে ঘেন্না না রাকার উপরে আমার ভালবাসা। বুঝছি না শরীরে কি হচ্ছে আমার। মনে হচ্ছে, শূন্যতা টা আর এবসোলিউট নেই। সেখানে একটা একটা ভালো লাগা জমা হচ্ছে। একটা সময়ে আমাদের মাথায় ঢাকা দেওয়া ওড়না টা দুজনের মুখ ঢেকে দিল আমি ওর বুকে থাকা অবস্থা তেই। তখন আর আমি সামলাতে পারলাম না। চুলোয় যাক আমার ভিতরের অন্তর্দ্বন্দ, চুলোয় যাক ছেলেদের সাথে সম্পর্কে না যাবার পন, চুলোয় যাক ভবিষ্যতের প্রশ্নবান, চুলোয় যাক দিনের মতন আলো করে দেওয়া হাউইবাজী।স্থির বিশ্বাস ছিল আমার,  এই ঠোঁট দুটোই আমার মোক্ষ, আমার ভালো লাগা, মন্দ লাগা সব।

কোন কিছুর খেয়াল রইল না আমার, আমি ওকে চুমু খাওয়া শুরু করতেই, দুজনের মনে হয় সব লাজ লজ্জা শিকেয় উঠে গেল। যেন বহু বছরের তৃষ্ণা মেটাচ্ছি আমরা। মুখে মুখ দেওয়ায় এত আনন্দ জানতাম না। না হলে সেই রাতের ছাদে আমাকে রাকা চেষ্টা করেছিল চুমু খেতে, আমি এগোই নি। আমার ঘাড়ের কাছে চুলের গোছা টা শক্ত করে ধরে, আমার ঠোঁট দুটো কে আপ্রান চুষছে রাকা। না আমার ঘেন্না লাগছে না। যেন কেউ কাউকে ভাগ দেব না এমন ভাবেই একে অপর কে চুমু খাচ্ছি আমরা। রাকা মাঝে মাঝেই চুল টা শক্ত করে ধরে আমার মুখ টা কে স্থির করে, নিজের মুখ আমার গলা, কাঁধে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি চেষ্টা করছি ওর মুখ টা দু হাতে ধরে আমার মুখের কাছে আনতে।কিন্তু পারছি না।  সেই সময়ে, হালকা বাতাস দুজনের মুখ থেকে ওড়না টা সরিয়ে দিল। আমার গলায়,কাঁধে রাকার ভিজে লালায় বাতাসের ছোঁয়া আসতেই, সেখানের ঠান্ডা ভাব টা আমাকে অবশ করে দিল। নিজেই স্থির হয়ে গেলাম আমি। তখন ও যেমন চায় তেমন করেই নিজের মুখ এদিক ওদিক করে ওর আদর কে জায়গা করে দিতে থাকলাম। কিন্তু আমার ঠোঁট চাইছে পুড়ে পুড়ে নিঃশেষ হতে। কিন্তু সেদিনে বুঝিনি, সারা জীবন এমন করে আমাকে নিঃশেষ হতে হবে।  এদিকে আমার সারা গায়ে, ঠান্ডা বাতাসের ছোঁয়া। পেলব স্পর্শ। লোম খাড়া করে দেওয়া সেই স্পর্শ বুঝি মনসিজের বান। সেই বান আমার সারা শরীরের ভালো লাগা টা কে দৃঢ়তার সাথে ভালোবাসায় রূপান্তরিত করছে।

পরের দিন সকাল থেকে আমি কাউকে মুখ দেখাতে পারছি না। কালকে ভাবিনি, আজকে মনে হচ্ছে, অতো আলো ছিল আকাশে, আমাদের কেউ দেখেছে কিনা। কিন্তু সকালে মা , আন্টি কেউ ই কিছু বলল না। একটু নিশ্চিন্ত হলেও, ভয় টা গেল না। রাকা কে সকাল থেকে দেখিনি আমি। আমি মনে হয় আর দেখা করতেই পারব না ওর সাথে। হয়ত তাকাতেই পারলাম না আর। তারপরে সারাদিন যতবার দেখা হয়েছে, ততবার ই আমি চলে এসেছি ওর সামনে থেকে। বিকালে ঠাকুর বেরোল। রাকাদের বাড়ির লোক জন ই ঠাকুর ধরে আছে। ঠাকুর কে কোলে নিয়ে ওনারা অল্প করে এগোচ্ছেন। আবার পিছিয়ে আসছেন কিছু টা। এই ভাবে পুরো দল টাই গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে।

সেই দলের একেবারে সামনে আছে তাসা। সেখানে বেশ কিছু মাতাল ও নাচছে একেবারে সামনে। তারপরে, সানাই, ঢোল এর সাথে একজন গায়ক গান গাইছেন। আর সাথে সবাই গাইছে। তারপরে ঠাকুর রয়েছে একজনের কোলে। আমরা সব পিছনে আছি। মানে মেয়েরা। কোন রং খেলা হয় না এখানে। বিকালে ঠাকুর বেরোয়। শুধু আবির। যা আবির উড়ছে, তাতে যে রাস্তা আমরা পেরিয়ে যাচ্ছি, পিছন ফিরে দেখি, ধুলো নেই আর উপরে, শুধু গোলাপী আবীর। রাকা ও সামনের দিকে আছে। পিছনে আমরা সবাই। রাত্রি তখন নটা হবে, ঠাকুর কে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা ছোট্ট মন্দিরে তোলা হলো। জানলাম, এখানে ঠাকুর বিশ্রাম নেবেন। কারন উনি হোলি খেলে ক্লান্ত। ঘন্টা খানেক পরে, আবার আগের মতই, আবীর খেলতে খলতে ফিরে যাবেন নিজের গৃহে, মানে মন্দিরে।
আমি ছিলাম ওই ছোট্ট মন্দিরের ওখানে। শাড়ি পরিয়ে দিয়েছে মা আমাকে। একটা হলুদ সিন্থেটিক শাড়ি।দুটো ছুঁচ সুতো সোনার কানের। হাতে এক গাছি বালা আমি পরেই থাকতাম।গলার হার টা আন্টি পরিয়ে দিয়েছিলেন আমাকে। বলেছিলেন পরে থাক এখানে। পরে দিয়ে দিস। হাঁটতে অসুবিধা হচ্ছিল। আমি বাড়ী ফিরব শুনে মা বলল ভাই কে আর গরু কে নিয়ে ওখানে থাকবে কিছুক্ষন। আমি ফিরে আসছিলাম, জল খেতে। আন্টি বাড়িতে আছেন। কাজেই ভয় লাগবে না। যা বড় বাড়ি সন্ধ্যে বেলায় বাড়ীতে কেউ না থাকলে, আমার ক্ষমতা নেই ও বাড়িতে একলা যাবার। অন্ধকার বাড়ির সামনে ঢোকার রাস্তা টা। দু দিকে খামার তো আগেই বলেছি। দেখলাম কেউ একজন ওখানে দাঁড়িয়ে। মনে হলো রাকা। নিশ্চিত হতে বললাম
-     কিরে বাঁদর। কি করছিস।

রাকা সাড়া দিল না। কিন্তু এগিয়ে আসতে লাগল। ভয় পেলেও, বুঝে গেলাম ওটা রাকা। অমন কেরামতি করে লম্বা চুলের ছাঁট এ বাড়ির কেউ নেই। কালকেই রাতে, আমার চুলের গার্ডার টা ও খুলে দিয়েছিল, সেইটা দিয়ে ওর চুল টা আমি বেঁধে দিয়েছিলাম। মনের মধ্যে কালকের ভালো লাগা টা আবার জায়গা নিল। আমি আশে পাশে দেখে নিলাম । যে কেউ আসছে নাকি। ও যদি কিছু করে আমি তো আটকাতে পারব না। আর সেটা কেউ দেখে ফেললে আর মুখ দেখাতে পারব না আমি। বললাম
-     এই কি রে? এগিয়ে আসছিস কেন?

এতোক্ষনে কথা বলল ও
-     তোকে আবীর দেব।

ভাবলাম, ওর তো অধিকার আছে দেবার। বললাম
-     অল্প দিবি কিন্তু। আমার হাঁচি  হয়।
-     হোক, তুই এই দিকে আয়।

বলে ও একটা বিশাল খড়ের পালার দিকে এগিয়ে গেল। আমি পিছন পিছন যেতে যেতে বললাম
-     ওই, ওদিকে কেন। এখানে দে।
-     না তুই এদিকে আয়।
-     উফফ কি যে করিস না! কই আর যাব না। দে আবীর। আমিও দোব কিন্তু বলে দিলাম। বেশী দিলে আমিও তোর মুখে ঢেলে দেব বলে দিচ্ছি।

ততক্ষনে পৌঁছে গেছি আমরা দুটো বিশাল খড়ের পালার মাঝে। গলির মতন সরু একটা জায়গা। কুঁইকুঁই আওয়াজে বুঝলাম, কালকের কুকুর মা তার পোলাপান দের নিয়ে এখানে আশ্রয় নিয়েছে। আমি ওখানে গিয়ে দাঁড়াতেই, ও আমাকে টেনে নিল ওর দিকে আমার কোমর টা ধরে। আমি বুঝে গেলাম, ও আবীর দিতে না, আমাকে ডেকেছে কালকের দুষ্টুমি করবে বলে। বাধা দিলাম না। ঠোঁটে ঠোঁট দিয়ে, ও আমার কপালে গালে আবীর লাগাতে শুরু করল। আমি জাস্ট ওর চুমু টা উপভোগ করছি। ধীরে ধীরে ও গলায়, কাঁধে, পিঠে শিরদাঁড়ায় হাত ঢুকিয়ে আবীর মাখাতে লাগল। আমাকে উল্টো করে ঘুরিয়ে নিল। আমার ঘাড়ে আবীর মাখালো। ওর হাত দুটো আমার পেটে, নাভিতে, গলার নীচে ঘুরতে লাগল। কিছু খুঁজতে নয়, বদমাশ টা আবীর লাগাচ্ছে, ইচ্ছে মতন। শেষে প্যাকেট টা আমার মাথায় ঢেলে দিল। ঘেঁটে দিল চুল টা।

পালিয়ে গেল হুশ করে আমাকে সদর দরজার কাছে এনে দিয়ে। ইশ সারা মুখে আবীর আমার। আবীর সুদ্দুই চুমু খেল আমাকে ও। কেমন একটা কাপুনি শরীরে আমার। সামনেই জলের কল। ইচ্ছে করছে না মুখে ঢুকে যাওয়া আবীর গুলো কে কুল্কুচি করে ফেলে দিতে। জানিনা আন্টি কোথায়। হয়তো ওই পিছন দিকে রান্না ঘরে আছে। আমার কোন হুঁশ নেই। ভয় পাচ্ছি না একদম ই আমি। আমার পেটে, পিঠে, বুকে রাকার হাতের ছোঁয়া। ভাবছি, একি করলি তুই রাকা? আমার এতো দিনের ধ্যান ধারনা সব ভেঙ্গে দিলি? কেন করলি এমন? আমি তো জীবনে তোর জীবন সঙ্গী হতে পারব না। তাও আমাকে কেন এই লোভ তুই দেখাচ্ছিস? তুই তো আমাকে নিয়ে থাকতে পারবি না। না আমি মা হতে পারব, না তোকে দিতে পারব আমি বাবা হবার সুখ। তুই নিশ্চয়ই এটা সিরিয়াসলি করিস নি। জাস্ট সামলাতে না পেরে আমাকে চুমু খেয়েছিস আমি বুঝেছি। আমি রাগ করব না। আমি জানব কালকের আর আজকের এই ব্যাপার টা হয়ে গেছে। তুই আমার সব থেকে ভাল বন্ধু। হতেই পারে তুই আমার দিকে আকৃষ্ট হয়েছিস। না না তোকে আমি বোঝাব আরো। জানি তুই ক্ষনিকের উত্তেজনায় করেছিস এসব। কিন্তু একবার তো ভাববি, আমার উপর দিয়ে কি যাবে? কেন বুঝিস না, মনের কোন ভিতরে লালিত হয়েছে, তোর প্রতি আমার লোভ? কাউকে বলিনি আমি সেটা। তোকেও বলিনি । বলব ও না। আমি নিজেকেই বলি না এমন কথা। নিজের ই এই লোভ কে আমি প্রশ্রয় দি না কোন দিন রাকা। প্লিস আমাকে এতো প্রশ্রয় দিস না। আমাকে এতো প্রশ্রয় দিলে আমি যে তোকে চোখে হারাব। দ্যাখ আমি মেয়ে নই, কিন্তু এমন ভাবে আমাকে গুরুত্ব দিলে, আমি তো চাইব তোকে তাই না? তোর কি ঘেন্না করল না আমার সাথে এই সব করতে? কেন এতো আমাকে দুর্বল করে দিচ্ছিস তুই। না না এ ঠিক নয়। জানিনা তোর কি হবে, কিন্তু তোর সাথে আমার সম্পর্কে কিছু আঘাত এলে এই সবের জন্য, আমি মরে যাব।

চলে গেলো ও দিল্লী তে। এতো শর্ট নোটিস এ গেল বলার না। কোন কথা বলা হলো না ওর সাথে সেই রাতের পরে। রনি গেলো ওর সাথে বাগডোগরা। কত কথা বলতাম আমি ওকে। নাহ থাক ভালই হয়েছে। ও হয়ত পস্তাচ্ছে আমাকে চুমু খেয়ে। থাক ওকে আর বিব্রত করার দরকার নেই। খেলায় মনোনিবেশ করুক ও। খেলুক প্রান ভরে। ভগবানের কাছে একটাই চাওয়া আমার এখন, সেটা হলো, ও যাকেই পছন্দ করুক জীবন সঙ্গিনী হিসাবে, সে যেন ওর খেলা টা কে ভালোবাসে।

পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, আর শ্রীলঙ্কা নিয়ে ছিল সেই ট্যুর টা। দক্ষিণ এশিয়ার একটা টুর্নামেন্ট ছিল সেটা। ভারতের বি টিম খেলছে মোটামুটি। সেখানেই রাকা খেলবে। ভালই করে। যারা নতুন ওদের কে দেখে নেয় ম্যানেজমেন্ট। প্রথম খেলা টা ছিল রাকার নেপালের বিরুদ্ধে। নেপাল কোন ভাবেই আসে না ভারতের সাথে শক্তি সামর্থে। কিন্তু এবারে ভারতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং গ্রুপ টা খুব শক্ত। ভারতের সাথে কাজাখ, কাতার আর ওমান আছে।সব কটা টিম ই দুর্দান্ত। মানে ভারতের থেকে র‍্যাঙ্ক এ ও এগিয়ে আর ধারে ভারেও এগিয়ে। তাই কোয়ালিফাইং রাউন্ড শুরুর আগে, এই টুর্নামেন্ট টা খুব গুরুত্বপূর্ন ভারতের কাছে। শুধু রাকা নয়, সাউথ থেকে কৃষ্ণা, সিকিমের ধনজিত তামাং, পাঞ্জাবের গুরবিন্দর সিং আর গুজরাত থেকে ইব্রাহীম ও সিনিয়র টিম এ খেলার ডাক পেয়েছে। আমি তো ঠিক করে নিয়েছি, সব কটা খেলাই দেখব।

নেপালের সাথে ও দলে ছিল। নামালো ওকে প্রায় সত্তর মিনিটে। ততক্ষনে ভারত ৩-১ এ এগিয়ে। ভারত ভাল খেলছিল। কিন্তু দলে নতুন অনেক প্লেয়ার খেলছে, তালমেল তৈরী হয় নি। নেপাল না হয়ে বড় কোন দল হলে চাপ ছিল। যাই হোক সত্তর মিনিটে ও মাঠে নামল, শ্রীনিবাসনের জায়গায়। এই সব ভুল হয়ে গেলে রাকাকে মাঠে পাওয়া যায় না। ওর তো বুঝতেই কিছু সময় যায়। তবে অনেকক্ষণ ধরে ও তো সাইড বেঞ্চ এ খেলা টা দেখছিল, ওনেক টাই হয়ত আন্দাজ করে নিয়েছে। ও নামার পাঁচ মিনিটের মধ্যেই, যে তালমেল এর অভাব টা ছিল, সেটা ভরাট হয়ে গেল। কে বলবে, কুড়ি বছরের ছেলে একটা। বুঝলাম, ইগর, মানে ভারতের কোচ, ট্রাই করছে ছেলে গুলো কে নিয়ে। সেই জন্য এই দুর্বল টুর্নামেন্ট টা খেলছে। দু বার ফাউল হলো রাকার। মনে মনে ভাবছি, ইনজিওর হোস না রাকা। নাহ সে রকম কিছু না। ওকে কিছু করতেই হলো না তেমন। মনে হয় ঘামেও নি ও। আর ও দুটো গোল ভারত দিল নেপাল কে। মনে মনে ভাবছি ওকে যেন পরের ম্যাচ এ নামায় প্রথম থেকে।

জানি ও কল করতে পারবে না। কারন শ্রীলঙ্কা তে খেলা হচ্ছে। ওখান থেকে রোমিং আসবে। কল করতে পারবে না। হোয়াটস এপ এ করা যেত, কিন্তু ম্যাচ শেষ হলো প্রায় সাড়ে দশ টায়। আমি আর করলাম না কল। পরের দিন সকালে কথা বললাম অনেকক্ষণ। পরের দুটো ম্যাচ খেলালো না ওকে ওদের কোচ। সেমিফাইনাল টাতে ও আমাকে মেসেজ করল ও টিমে আছে। পাকিস্তানের সাথে খেলা। রাতে দেখলাম খেলা টা ম্যাড়ম্যাড়ে হলো। ইগর কোন ভাবেই রিস্ক নিল না। পাকিস্তান বলেই হয়ত। হারা যাবে না। ১- ০ তে ভারত জিতল। রাকা ছিল মাঠে ৬৫ মিনিট। ওকে মনে হয় বলে দেওয়া ছিল বেশী ফুল না ফোটাতে। যতদুর খেলা আমি বুঝি, তাতে মনে হলো, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ রাকা খেলছে। তাই যত টা সম্ভব ওকে লুকিয়ে রাখার প্রচেস্টা। আর হয়ত মাস খানেক আছে। টিম গুলো সব কটা এশিয়া র‍্যাঙ্কিং এ উপরের দিকে।
Like Reply


Messages In This Thread
RE: মন ২ - কাহিনীর নাম - শিবের শিব প্রাপ্তি অধ্যায় তিন- নতুন পর্ব ১৭ - by nandanadasnandana - 13-02-2022, 12:20 PM



Users browsing this thread: 14 Guest(s)