12-02-2022, 08:16 PM
(12-02-2022, 04:14 PM)nandanadasnandana Wrote: পড়ব তো বটেই। আসলে কন্সাল্ট করতে হবে অনুভুতি টা। মা হলেও নারী বা তৃপ্তির তৃপ্তি, বা রূপান্তারিতা লিখেছি আমিও। সেটা তো ওই বর কে দেখেই, ওর অনুভুতি টা নিজের মতন করে বুঝে লিখেছি। এখানে ছেলেদের পুরুষ ইগো নিয়ে যেটা লিখি, সেটাও ওকে দেখেই। তবে দেখেছি বিশেষ ফারাক থাকে না, কিছু জায়গা ছাড়া। আর আবেগ প্রকাশের ধরন ছাড়া। যেমন বাচ্চাদের দুজনাই আদর করি। কিন্তু ওর টা অন্যরকম, আর আমার টা অন্যরকম। এমন না যে ও আমার আদরের ধরন টা দেখে না। তততটাই আবেগ প্রবন যতটা আমি। সেই প্রকাশের সেই ফারাক টাই তুলে আনি আমি লেখায়। না হলে নারী পুরুষ আলাদা কিছু না। ওই তো কিছু হরমোন, আর ধরন। আর জেনিটাল রিলেটেড জেনেটিক্স । হাহাহাহাহা। বাকি সব টাই এক।
তৃপ্তি নামে একটা স্ক্যানড গল্প পড়েছিলাম।লেখকের নাম ছিলো লেখক।ওই গল্প আর আপনার তৃপ্তির তৃপ্তি এবং মা হলেও নারী গল্পদুটোর প্রধান দুই চরিত্র রাকা এবং জুথি কিন্তু একই ছিলো।ওনিও গল্পটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রেখে আর শেষ করেন নি,আর আপনিও আপনার ওই গল্পদুটো গুরুত্বপূর্ণ জায়গায় রেখে আর শেষ করেন নি। একটু ব্যাখ্যা করবেন দয়া করে।