12-02-2022, 06:38 PM
(12-02-2022, 06:19 PM)Baban Wrote: এই সেরেছে রে... এটাতো শারীরিক হয়ে গেল... ওই ব্যাপারে আমি নিজেদেরটা বাদে সেরকম কিছু বুঝিনা.. মানে দৈহিক বিশ্লেষণ আরকি... ওই পানু গপ্পো আর পানু ছবিতে যা দেখি
তবে আমি মানুসিক খেলা গুলো, জট গুল বোঝার চেষ্টা করি..... কখন মেয়েরা হার মানতে চায় আবার জিততে মরিয়া হয়ে ওঠে সেটা বোঝার চেষ্টা করি, স্বামী স্ত্রীয়ের কাছে কখন প্রেমিক আর কখন একটা বাচ্চা সেই মুহূর্ত ভেবে আনন্দিত হই... আবার স্বামীর/পুরুষের তেজ কখন নারীকে তার প্রতি আকৃষ্ট করে সেটাও জানার চেষ্টা করি...... সেটাই সবচেয়ে সেক্সি মনে হয় আমার কাছে। যেখানে স্ত্রী জোর করে নয়... বরং স্বামীর বা প্রিয় পুরুষের রুদ্র রূপ ও যৌন তেজের কাছে স্বইচ্ছায় মাথাণত করে.... বাকি সময় তো উল্টোটা হয়।
আরে, আমি বুঝেছিলাম। আগের কথাটা বললাম, আমার মনে হয়েছিল বলে। যদিও আমি বিশ্বাস করি, সব মানব দেহে নারী পুরুষ উভয় গুন ই বর্তমান। কখন ও নারীও পুরুষ সম দর্পবান, বা পুরুষ গুনে বলিয়ান থাকে। আমি কিন্তু এখানে, তথাকথিত পুরুষ নারী কে একটু ডিফারেনশিয়েট করেই বলছি। সেই নারী তার থেকেও ম্যানলি কোন পুরুষ এ আকৃষ্ট হয়। ওই মন জয়ের খেলা। এ খেলায় তো প্রেম ই জয়ী হয়।