12-02-2022, 04:14 PM
(12-02-2022, 03:50 PM)Baban Wrote: তাহলে তো বলতে হয় এই ব্যাপারে ছেলেরা এগিয়ে.
কারণ আমিও নারীর দৃষ্টিভঙি থেকে ছোট গল্প লিখেছি। কারোর সাথে কনসাল্ট না করেই........ যদিও তাতে এতো বিশ্লেষণ করার কিছু ছিলোনা...... না না ওই ও খোকন গল্পের কথা বলছিনা..... ওটা ফাস্ট পারসনে লেখা ছিলোনা..... ওটা ছাড়াও প্রথম পুরুষ(নারী) হিসেবে.. নিজেকে এক নারীর জায়গায় রেখে আমি ছোট গল্প লিখেছি - আমার একলা আকাশ..... পড়ে দেখবেন দিদি......এক নারীর গল্প.....নারীর নানান রূপের গল্প।
আমার কিছু কথা ছিল মনে থ্রেডে আছে সেই গল্প। পৃষ্ঠা নাম্বার চার- এ পেয়ে যাবেন। জানাবেন কিছুটা হলেও সফল হয়েছি কিনা।
পড়ব তো বটেই। আসলে কন্সাল্ট করতে হবে অনুভুতি টা। মা হলেও নারী বা তৃপ্তির তৃপ্তি, বা রূপান্তারিতা লিখেছি আমিও। সেটা তো ওই বর কে দেখেই, ওর অনুভুতি টা নিজের মতন করে বুঝে লিখেছি। এখানে ছেলেদের পুরুষ ইগো নিয়ে যেটা লিখি, সেটাও ওকে দেখেই। তবে দেখেছি বিশেষ ফারাক থাকে না, কিছু জায়গা ছাড়া। আর আবেগ প্রকাশের ধরন ছাড়া। যেমন বাচ্চাদের দুজনাই আদর করি। কিন্তু ওর টা অন্যরকম, আর আমার টা অন্যরকম। এমন না যে ও আমার আদরের ধরন টা দেখে না। তততটাই আবেগ প্রবন যতটা আমি। সেই প্রকাশের সেই ফারাক টাই তুলে আনি আমি লেখায়। না হলে নারী পুরুষ আলাদা কিছু না। ওই তো কিছু হরমোন, আর ধরন। আর জেনিটাল রিলেটেড জেনেটিক্স । হাহাহাহাহা। বাকি সব টাই এক।