12-02-2022, 03:50 PM
(This post was last modified: 12-02-2022, 03:54 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-02-2022, 03:38 PM)nandanadasnandana Wrote: এই অনুভুতি টা আমি বুঝতে পারছি না। হাহাহাহা, না এবারে ছেলেদের জবানবন্দী তে একটা গল্প লিখতেই হবে। আর বরের সাথে কন্সাল্ট করে লিখতে হবে।
তাহলে তো বলতে হয় এই ব্যাপারে ছেলেরা এগিয়ে.
কারণ আমিও নারীর দৃষ্টিভঙি থেকে ছোট গল্প লিখেছি। কারোর সাথে কনসাল্ট না করেই........ যদিও তাতে এতো বিশ্লেষণ করার কিছু ছিলোনা...... না না ওই ও খোকন গল্পের কথা বলছিনা..... ওটা ফাস্ট পারসনে লেখা ছিলোনা..... ওটা ছাড়াও প্রথম পুরুষ(নারী) হিসেবে.. নিজেকে এক নারীর জায়গায় রেখে আমি ছোট গল্প লিখেছি - আমার একলা আকাশ..... পড়ে দেখবেন দিদি......এক নারীর গল্প.....নারীর নানান রূপের গল্প।
আমার কিছু কথা ছিল মনে থ্রেডে আছে সেই গল্প। পৃষ্ঠা নাম্বার চার- এ পেয়ে যাবেন। জানাবেন কিছুটা হলেও সফল হয়েছি কিনা।