12-02-2022, 01:13 PM
এই পর্বটা পড়ে সত্যি কেমন যেন শিহরণ খেলে গেলো শরীরে..... ভালোবাসার অনুভূতি জাগরণের জন্য শুধু নয়... তার থেকেও বড়ো একটা কারণ হল দৈহিক পরিবর্তন এর বিশ্লেষণ। এক পুরুষ শরীরের অধিকারীর নারীতে পরিণত হবার ইচ্ছা একরকম আর পূর্ণ পরিবর্তন আরেক রকম ব্যাপার। কিন্তু মাঝের প্রসেস চলাকালীন সময়টা উফফফফফ সাংঘাতিক! যতই একটা পুরুষ শরীর নারী হতে চাক না কেন..... এতদিনের পুরুষ শরীরের পরিবর্তন... বিশেষ করে নিজের দুপায়ের মাঝে থাকা ওই অঙ্গটা যখন আর সেই স্থানে থাকেনা... সেই দৃশ্য যে কারোর কাছে কি হতে পারে সেটা ভেবেই শিহরিত হচ্ছি.....কতটা প্রেসার পড়তে পারে মস্তিষ্কে ভেবেই বাবারে..... সাংঘাতিক..... হয়তো বলা যেতেই পারে সমাজের বাইরেও এই প্রথম নিজের সাথে নিজের লড়াই.... হয়তো একবারের জন্য হলেও নিজেকে নাড়িয়ে নিজেই বলবে - দেখ.... ভালো করে দেখ নিজেকে আজ..... এটাই তুই চাইছিলি তাইনা? কাল পর্যন্ত ওখানে পুরুষ যৌনাঙ্গ ছিল, আজ তুই সেটাকে নিজের থেকে আলাদা করে দিলি... এবার খুশি তো?