11-02-2022, 09:28 PM
(11-02-2022, 09:02 PM)Baban Wrote: কিছু মনে করবেন না দিদি. .. এই কাহিনী আগেরটাকেও ছাপিয়ে গেছে আমার কাছে অন্তত। প্রতিটা দৃষ্টিভঙ্গি থেকে ভেবে বলছি....আগের গল্প অসাধারণ ছিল... আর এটা তার থেকেও বেশি কিছু.. কি বলা উচিত জানিনা...... বার বার রূপান্তরিতার কথা মনে পড়ছে আজ..... দুঃখ তাতেও ছিল কিন্তু এতে আছে দুঃখ, কষ্ট সাথে সুখের ব্যাথা। মুখে মেয়েটা যতই বলুক আজ আর রাকা বাবুকে নিয়ে ভাবেনা, ভাবতে চায়না.... কিন্তু প্রতি পদে যে তাকে নিজের কাছের মানুষটা ভাবে... সেটা কি এড়ায় নাকি? Bar বার ওই লোকটা... ছেলের বাবা বলা... অভিমানের পরেও বার বার লক্ষ করা ওই লোকটাকে.. এতো একদম রাগী বৌয়ের মতো।ঠিক ঠিক। মা ই সকল কিছুর আধার। তা সে শিভের মা হোক বা শিবের মা। হ্যাঁ এখানে শিবের মা রকস। শিভের মা টা ঘোল খাচ্ছে।
শেষে এটাই বলবো... মাম্মি রকস এন্ড শিবানী ম্যাডাম শকস ... কি প্ল্যান মাইরি... এটাই আমি আগের পর্বে ধরেছিলাম...... মা এটাই চাইছে।
লাভলী পর্ব ❤❤❤❤❤