10-02-2022, 05:09 PM
(10-02-2022, 05:06 PM)Iesha Wrote: Update:1
অভিজিৎ বাবু সোফাতে বসে আনমনা হয়ে TV এর চ্যানেল পাল্টে যাচ্ছিলেন। হটাৎ একটা খবরের দিকে নজর যেতেই উনি থমকে গেলেন। TV anchor টি বলছিলেন: A MLA has been caught red handed two days ago for money laundering. security officer officials has stated that they were tracking his activities for past few months and they also disclosed that he is also involved with many other illegal activities like drug supplies, women trafficking and many more. Source says that this person turns out to be a....
'কি হবে এসব দেখিয়ে..আজ নয় কাল টাকার জোরে ঠিক বেরিয়ে যাবে এই সব জানোয়ার' বলে অভিজিৎ বাবু চ্যানেল টা চেঞ্জ করে দিলেন আর কিছু না শুনেই। কিছুক্ষণ পরে TV অফ করে দিয়ে নিজের ঘরে গেলেন। ঘরে ঢুকে কিছুক্ষণ তিনি তার ঘুমন্ত কন্যা এর দিকে তাকিয়ে রইলেন তারপর সেই ছোট্ট মেয়েটির কপালে একটি ছোট্ট চুমু এঁকে দিয়ে tar মাথায় হাত বোলাতে বোলাতে নিজেও তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়লেন।
স্বপ্নে দেখলেন কেউ যেন ওনার মেয়েকে ওনার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটি 'বাবা বাবা' বলে চিৎকার করছে, অভিজিৎ বাবু প্রাণপণে দৌড়াচ্ছেন তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য কিন্তু কিছুতেই তার কাছে পৌঁছাতে পারছেন না। কিছুদূর গিয়ে তিনি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলেন মুখ তুলে দেখতে লাগলেন তার মেয়েকে নিয়ে কে যেন চলে যাচ্ছে। কিছুদূর গিয়ে সেই মানুষ টা ফিরে তাকালো অভিজিৎ বাবুর দিকে। তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছেন না অভিজিৎ বাবু। কিছুক্ষণ পর সেই মানুষটি অভিজিৎ বাবু কে উদ্দেশ্য করে বললেন "তোর জীবনে কোনো খুশি আমি থাকতে দেবো না। তুই আমাকে পুলিশ এর হাতে তুলে দিতে চেয়েছিলি, তুই কি ভাবলি আমি তোকে এত সহজে ছেড়ে দেবো... হা হা হা হা... কোনদিনই না। এবার দেখ তোর আদরের মেয়ের কি করি। এই বলে লোকটা একটা ছুরি বের করে বাচ্চাটার গলার সামনে ধরলো....তারপরেই....
"না......." অভিজিৎ বাবু ঘুম ভেঙ্গে চিৎকার করে উঠে বসলেন। গোটা শরীর ঘামে ভিজে গেছে এই কনকনে ঠান্ডাতেও, জোরে জোরে নিশ্বাস পড়ছে। পাশে শুয়ে থাকা ঘুমন্ত মেয়েটার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। কিছুক্ষণ পর আবার তিনি শুয়ে ঘুমানোর চেষ্টা করলেন। কিন্তু ঘুম তো আর আসার কথা নয়, তার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হল না। সারারাত তিনি তার মেয়ে কে জড়িয়ে ধরে শুয়ে রইলেন বাকি রাত টা। চলে গেলেন পুরোনো দিনে এইতো কয়েক বছর আগেও কত সুখী ছিলেন জীবনে, ভালোবাসা অভিমান হাসি কান্না সব নিয়ে তার পরিবার কতটা সম্পূর্ণ ছিল, কিন্তু হঠাৎ সেই দিনটার পর থেকেই যেন সব কিছু পাল্টে যেতে লাগলো ধীরে ধীরে, ব্যাস!!! মাত্র কয়েকটি মাসের ব্যবধান আর পয়সার জোর; জীবনের সব সুখ তিনি হারিয়ে ফেললেন স্ত্রী পরিবার সব শুধু এক জানোয়ার তার জীবনে আসার জন্য। তবুও তিনি নিজেকে সামলে নিয়ে এগিয়ে আসতে চেষ্টা করেছেন দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবার চেষ্টা আজও করে যাচ্ছেন। কিন্তু ভালোবাসার মানুষটিকে ভুলিয়ে দেওয়া কি এত সহজ।তার স্ত্রী তাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিয়েছিল এতে তার যতোটা কষ্ট হয়েছিলো তার থেকেও বেশি কষ্ট হয়েছিল তার স্ত্রী তাকে বিশ্বাস না করে ওই নৃশংস পশু টাকে বিশ্বাস করেছিল তার মিষ্টি মিথ্যা কথায় বিশ্বাস করেছিল। আজ সময় বদলেছে কেটে গেছে তিনটি বছর, শুধু বদলায়নি সেই ব্যথা। সময়ের সাথে সেটা যে আরো গভীর হয়ে গেছে। সেই ব্যথা বাড়ার পরেও আজ তিনি কিছুটা হলেও সুখী, কিছুটা বলা ভুল হবে সম্পূর্ণ না হলেও অনেক খুশি, তার একমাত্র কারণ তার পাশে ঘুমন্ত বাচ্চা তার মেয়ে মিনাক্ষী। এই ছোট্ট মেয়েটি যেনো তার জীবনের একমাত্র আলোর উৎস, দুরন্ত ফুটফুটে এই দুই বছরের বাচ্চা তার জীবনে সবচেয়ে দামী। আর এই মেয়েকেই কিনা.... না না তিনি ভাবতে চাইলেন না সেদিন কি হতে চলেছিল....হঠাৎ বাইরে door bell এর শব্দে তিনি বাস্তবে ফিরে এলেন। বুঝলেন সকালের আলো ফুটেছে বেশ কিছু আগেই, কিন্তু এত সকালে কে আসতে পারে তা বুঝতে পারলেন না, তার বাড়িতে কাজের মেয়েটি আসতে এখনও দেরি আছে আর তাছাড়া তার কাছে বাড়ির চাবিও আছে, আবার doorbell বাজল, অভিজিৎ বাবু বিছানা ছেড়ে একটি sweater গায়ে চড়িয়ে বাইরে এসে দরজা খুললেন। দরজা খুলেই তিনি কিছুটা অবাক আর আশ্চর্য দুটোই হলেন, কারণ তার বাড়ির সামনে দাঁড়িয়ে দুজন পুলিশ কর্মী,
security officer: Are you Mr. Abhijit Chatterjee?
Abhi: Yes....
security officer: Sir you've to come with us..
Abhi: Umm... is there any problem sir... I don't think I've done anything wrong.
security officer: It's nothing like that what you're thinking sir... we'll explain everything just come with us.
Abhi: Okay! give me 5 mins please...
এই বলে অভিজিৎ বাবু নিজের রুমে চলে এলেন। কোনো কিছু বুঝতে না পেরে কিছুটা যন্ত্রমানব এর মতই তিনি তৈরি হলেন। নিজের ঘুমন্ত কন্যাকেও গরম পোষাক পড়িয়ে নিজের কোলে নিয়ে বাইরে এলেন..
Abhi: I can't leave my daughter alone in home. So I've to take her with me too if you've no problem, otherwise I've to leave her to maid.
security officer: It's okay you can take her with you..
এই বলে তারা বেরিয়ে পড়লেন অভিজিৎ বাবু নিজের গাড়িতে পুলিশ দের সাথে security officer Station এ পৌঁছলেন।
খুব সুন্দর শুরু, একটা ভাল গল্প পাওয়ার আশায় রইলাম
Like and rep added