09-02-2022, 10:30 PM
(09-02-2022, 10:07 PM)Baban Wrote: আজকের পর্ব পড়ে ভাবছি এই ছেলে যে নিজেও বন্ধুর প্রতি এতো কেয়ারিং, একটা টানও বর্তমানে অনুভব করছে তাই এতো রাতেও চলে এসেছে মেয়েটার কাছে.. একপ্রকার অধিকারও ফলায়.. সে ভবিষ্যতে ঐরকম অপমান কিকরে করলো?!!
সেই কাহিনীও জানবো নিশ্চই.... তবে আরও অনেক কিছুই জানার বাকি..... দারুন এগোচ্ছে গল্পটা।
কেন যে পাঠকদের মতামত দেওয়া কমে যাচ্ছে বুঝছিনা.... আগের গপ্পে তো ভোরে ভোরে কমেন্ট আসতো... এটার বেলায় কি হল? এরকম একটা অসাধারণ গল্পেও সমানভাবে ফিডব্যাক আশা করি... এটা সবার সাথেই হয়ে থাকে যদিও। আমার সাথেও একসময় হয়েছে.... থামিনি... কারণ শেষ না করে থেমে যাওয়া আমার নাপসন্দ
সে তো বটেই। লিখে ফেলেছি পুরো টাই দেব তো বটেই। কেউ কমেন্ট করলেও দেবো না করলেও দেবো। কি আর করব? তুমি কমেন্ট করো ভাল লাগে। বোরসেস , ডিডে৩৩৩ এরাও কমেন্ট করে। জানিনা কি হলো সবার। হয়তো কারোর ভালো লাগছে না। কিন্তু শেষ করব। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক অনেক