09-02-2022, 09:43 PM
(09-02-2022, 09:15 PM)fbuseme Wrote: আপডেটকথোপকথন দুরন্ত নামিয়েছেন।ফাটাফাটি। চালিয়ে যান।
“হ্যাঁ, সত্যিটাই তো শুনতে চাইছি।“ বললো বুবাই।
“আমার না বেশ অন্যরকম লাগছে। এভাবে আগে কখনও থাকিনি।“ মাথা নামিয়ে বললো পম্পি।
“তাই নাকি !” খুশি হয়ে বললো বুবাই, “আমি তাহলে তোকে অন্যরকম সুখ দিতে পারছি বল !”
নিঃশব্দে ঘাড় নাড়লো পম্পি। তারপর উঠে বললো, “উফ যাই স্নান করে নিই। তোর অত্যাচারে আমার সারা শরীর আঠার মতো চ্যাটচ্যাট করছে।“
“কেন, কি হয়েছে ?” নিষ্পাপ মুখে জানতে চাইলো বুবাই।
“হুঃ জানে না যেন !” মুখ ভেংচে বললো পম্পি, “আমার সারা গায়ে মাখিয়ে দিলি। আবার দিলিই যখন তারপর জল দিয়ে ধুতে পর্যন্ত দিলি না।“
“কি মাখালাম ?” বলে পম্পিকে কোমর জড়িয়ে কাছে টেনে নিলো বুবাই।
পম্পি ওরদিকে তাকিয়ে বললো, “জানি না যা।“