Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
বৌমাআআ! 

আসছি মা।

বলুন। 
বোসো এখানে।

আপনি বলুন না। 
বোসো আগে।

হুম। বলুন। 
তোমার সাথে কটা কথা আছে। বলি?

হ্যাঁ হ্যাঁ। নিশ্চয়ই মা। 
থাক্ আর অত মা মা করোনা। মন থেকে তো আর বলছো না। কানে লাগে।
 
তাহলে কি বলবো? 
মামণি বলো। আমার জায়ের মেয়েরা তাই বলে। 
আচ্ছা।
 
তোমাকে যা যা বলবো সেসব আবার রূপের কানে তুলোনা। বাড়িতে অনেক কথা হয়। সব ছেলেদের বলতে নেই। 
ওহ্! বলবো না? আচ্ছা।
 
শোনো আমি পরিস্কার কথার মানুষ। স্পষ্ট কথায় কষ্ট নেই। 
বলুন মা.. ওহ্ সরি মামণি।
 
তোমাদের এই কথায় কথায় সরি আর থ্যাঙ্কু! ন্যাকামির শেষ নেই। 
আপনার ছেলেও তো বলে।
 
হ্যাঁ হ্যাঁ জানি। তোমাকে মনে করাতে হবেনা। 
আপনি কি বলবেন বলছিলেন.... 

শোনো ঋতু..এতো বেলা অবধি শুয়ে থাকবেনা। আমার ছেলের শরীর খারাপ হবে। 
মানে ? 

মানেটা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে মা?স্বামীর সাথে অত বেশি মেলামেশা করলে....বোঝো তো সবই! ছেলেদের শরীর খারাপ হয়ে যায়। আমার শাশুড়ি মা বলতেন।

এসব কি বলছেন? 
ঠিকই বলছি। বেলা আটটা অবধি শুয়ে থাকলে সংসারে অলক্ষী লাগে। নতুন বৌ...উঠে সবাইকে চা দেবে। তা না! বরকে জড়িয়ে শুয়ে আছে! 

চা তো বেলা মাসী দেয় সবাইকে। 
বেলা মাসী আর তুমি কি এক হলে??

আপনার জায়ের মেয়েরা আর আমি তো এক আপনার কাছে মামণি! 
নতুন বৌয়ের এতো চোপা ভালোনা ঋতু!

নতুন বৌয়ের কিছুই তো আপনাদের ভালো লাগছে না মামণি!

বৌমা! 
ঠিকই তো বলছি মামণি। আমাদের বাড়ির দেওয়া সব জিনিসেই তো আপনি আর আপনার আত্মীয়রা খুঁত ধরছেন।

জিনিসপত্র তেমন ভালো দেননি তোমার বাবা মা। তাই বলেছি। এতে দোষের কিছু নেই। 
আপনারাই তো বলেছিলেন কিছু লাগবেনা। শুধু মেয়েটিকে দেবেন।

ওরকম সবাই বলে! তা বলে কি...! একটা হীরের আংটি অবধি দিলোনা তোমার বাবা আমার রূপকে!

এত বড় চাকরি করে আপনার রূপ! একটা আংটির জন্যে তাকে বাইরের লোকের উপর নির্ভর করতে হবে সেটা আমার বাবা বোঝেননি। বুঝলে দিতেন।

বড়দের সাথে এভাবে কথা বলছো? সম্মান দিতে শেখোনি? 
সম্মান আদায় করে নিতে হয় মামণি। আর বেলা অবধি আমি একা শুয়ে থাকিনা।আপনার ছেলেও থাকে। তাকেই বলুন তার শরীরের খেয়াল রাখতে! 

এসব আমি ছেলেকে বলবো? মা হয়ে? তোমার কি বুদ্ধিভ্রংশ হয়েছে?

কেন? আমাকে আশীর্বাদ করতে গিয়ে যে বলেছিলেন আমি আর আপনার ছেলে আপনাদের কাছে এক।কোনো পার্থক্য নেই! আমাকে বলতে পারলে ওকেও বলতে পারবেন। 
তুমি এতো মুখরা জানলে....!
 
জানলে কি করতেন? সম্বন্ধ করতেন না? 
তোমার বাবা মা কি কোনো শিক্ষাই দেননি তোমাকে?

দুজনেই তো শিক্ষা জগতে...
হ্যাঁ। দিয়েছেন তো শিক্ষা। বিজ্ঞান পড়িয়েছেন।আর বিজ্ঞান বলে আপনার ওই মেলামেশা করলে স্বামী স্ত্রী দুজনেরই শরীর ভালো থাকে।

ছি ছি! আমার সামনে এসব বলছো তুমি! একটুও লজ্জা শরম নেই তোমার?

আপনিই তো বল্লেন বেলা আটটা অবধি বরকে জড়িয়ে শুয়ে থাকবেনা! তখন তো আপনার লজ্জা করেনি! আর বরকে ছাড়া এই বাড়িতে কাকেই বা জড়াবো মামণি?

তোমাকে বোঝাতে যাওয়াই দোষ হয়েছে আমার! মুখের কোনো লাগাম নেই তোমার! 
ঠিক। আমি একদম বে-লাগাম! হিহি!

তুমি কি পাগল হয়ে গেলে? ও বৌমা! 
আমি পাগল এবং সেয়ানা।সেই বুঝে কথা বলবেন এবার থেকে।

এ কি মেয়ে আনলাম ঘরে! হায়! হায়! 
আপনি আনেননি। রূপ আমাকে দেখে জেদ ধরেছিল এই মেয়েকেই বিয়ে করবে। তাই বাধ্য হয়েই....! 

ঠিকই বলেছ বৌমা। এইসব টিচার ফিচারদের সাথে আমরা সম্বন্ধ করিনা। আমরা হলাম বনেদি ... 

আপনার বাবা তো কেরানি ছিলেন মামণি। 
এত্ত বড় সাহস তোর! আমার বাপ তুলিস! 
আপনিই আগে আমার ফ্যামিলি নিয়ে..আপনার প্রব্লেমটা কি মিসেস সেনরায়? 

তুই এইভাবেএএএ! 
প্রেসার বেড়ে যাবে। চেঁচামেচি করবেন না। চা খাবেন? 
আমার ছেলে অফিস যাওয়ার সময় তুই চুমু খাস কেন? নির্লজ্জ মেয়েমানুষ! 

আপনার ছেলে আমাকে খায়। আমিও খাই। বর বৌকে চুমু খাবেনা? 
তুই চলে যা আমার সামনে থেকে। ধিঙ্গী মেয়েছেলে! জিন্স পরে আমার সামনে আসবিনা! 

আপনার মেয়েও কিন্তু জিন্স পরে। 
বেশ করে! 
ঠিক। বেশই তো করে। আমিও বেশ করি, পরি।

তোকে আমিইইই ! 
কি করবেন? শুনুন মামণি আপনার ছেলে অলরেডি নতুন ফ্ল্যাট বুক করে ফেলেছে। বিয়ের পরেই চলে যেতে চেয়েছিল আপনার রূপ। আমি আটকেছি। গেলে আপনারা কষ্ট পাবেন তাই! 

কিককককই বলছো তুমি ?? 
ছেলেকে জিজ্ঞেস করে নেবেন। বিয়ের আগেই ও বলেছিল আমার মা সাংঘাতিক। তুমি পারবেনা। তাই আলাদা থাকাই ভালো। 

রূপ বলেছে একথা? 
হ্যাঁ। বলেছে। কারণ আমার থেকে অনেক ভালো করে ও আপনাকে চেনে। 

আমার রূপ....! ফ্ল্যাট কিনেছে! 
এই নিন। জল খান। 
এসিটা বাড়িয়ে দাও তো! 

এতো আপসেট হবেন না। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আমার দাদা বৌদি যেদিন চলে গেল....!
তোমরা যেওনা বৌমা! আমাকে ক্ষমা করে দাও। 

এসব থাক এখন। আপনি শুয়ে থাকুন একটু। চুপ করে। 
তোমরা যাবেনা তো? 
না। যাবোনা। তবে আপাতত হনিমুনে যাবো। আপনি ব্যাগড়া দিচ্ছিলেন বলে বারবার ওটা পিছিয়ে যাচ্ছে। 

হ্যাঁ... হ্যাঁ.... নিশ্চয়ই যাবে। আমারই ভুল হয়েছে! 
আর রূপকে বলেছি আপনার আর বাবার জন্যে পুরীর   টি কিট কাটতে। আপনি তো সমুদ্র ভালোবাসেন!
[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by dada_of_india - 09-02-2022, 07:17 PM



Users browsing this thread: 22 Guest(s)