09-02-2022, 05:50 PM
(08-02-2022, 09:49 PM)Baban Wrote: অতীত জানা অনেক বাকি তবু বর্তমান যতটুকু জানছি তাতে বোঝাই যাচ্ছে এই মেয়েটার ওই মানুষটার প্রতি রাগ অনুরাগ অভিমান যেমন বর্তমান তেমনি আবার সেই মানুষটার প্রতিই একটা অদ্ভুত টান আর আজও কোথাও ওই বন্ধুটা আছে ওই নারী মনে লুকিয়ে.... আর ওই নিষ্পাপ বাচ্চাটার প্রতি শিবের টান নিয়ে কি বলবো.... এবারে বলতেই হয়... মা হারিয়েও এই মাকে পেয়েছে শিভ বাবু...... আর শিবানী পেয়েছে নিজের ছেলেকে। ওই ওর মা।
এ কাহিনী শিভ আর শিব কে নিয়েই নয় শুধু। দেখা যাক, কত টা ভাল লাগাতে পারি আরো।