09-02-2022, 05:01 PM
দোয়েল দিদির কে সোমার দেখানো খেলাটা কোথাও বললাম, দিদি বললো তোদের ওখানে ঠিক আছে কলকাতা তে রাস্তাতে অনেক বেশি লোক তাই খুব বিপদজনক হবে। আমি একটু দমে গেলাম কিন্তু আশা ছাড়লাম না। দিন দুয়েক পরে একদিন সন্ধ্যে বেলায় দোয়েল দিদিরা সবাই মিলে একটা নিমন্ত্রণ বাড়িতে গেলো আমি রয়ে গেলাম একা। কিছুক্ষন টিভি দেখে টাইম কাটানোর পর আমি ভাবলাম একা একা বোর হবার থেকে ভালো আমি বরং জানালাতে গিয়ে নিচে লোকজন দেখি।