08-02-2022, 03:46 PM
(07-02-2022, 09:57 PM)জীবনের জলছবি Wrote: আপনার এই উপন্যাস টা বাংলা যৌন সাহিত্যের এক অমূল্য সম্পদ হতে চলেছে। যাকে বলে আর কি " Erotica Epic "। আর একটা বিষয় আমার বার বার মনে হচ্ছে যে এই চন্দ্রকান্তা সত্যি সত্যি আছে, এবং আপনি তাকে খুব কাছ থেকে জেনেছেন তাই তো এত পুঙখানু পুঙখ বিবরন তুলে আনছেন আপনার লেখা তে।
কোন ভাবেই এটা বন্ধ করবেন না দয়া করে। কেউ মন্তব্য করুক বা না করুক তাতে কিচ্ছুটি যায় আসে না আপনাদের মতন লেখক দের। আপনারা সৃষ্টি করেন " সৃষ্টি সুখের উল্লাসে "। এই লেখা পড়তে গিয়ে বার বার মনে হচ্ছে " ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। "
অসংখ্য ধন্যবাদ... আমার আপডেটের এত সুন্দর বিশ্লেষণ উপহার দেওয়ার জন্য... তবে বাংলা সাহিত্যের মত অতবড় প্রকাষ্ঠে নিজেকে অতি ক্ষুদ্র বলে মনে করি আমি... তাই অতদূর অবধি না ভাবাই শ্রেয়... কিন্তু এখানে... মানে এই ফোরামে চেষ্টা করছি গল্পটাকে যথা সম্ভব সমস্ত উপাদানে সমৃদ্ধ করে উপস্থাপনা করার... আপনাদের মত পাঠক পাঠিকাদের ভালোবাসায়...
খুব একটা ভুল বলেন নি কিন্তু আপনি... এটা তো এই গল্পের সূত্রধর পর্ণার বক্তব্যের মাধ্যমেই আগেই বলা হয়েছিল... লেখক চন্দ্রকান্তার 'জীবনের জলছবি' (আপনার নামটাই ধার করলাম... রাগ করবেন না প্লিজ) দিনপঞ্জির আকারে উপস্থাপনা করার প্রচেষ্টায় রয়েছে...
বন্ধ করবো? এ বাবা... না না... এত কষ্ট করে লেখা শুধু শুধু বন্ধ করে দেবো কেন? অভিমানে? ধুস্... তাহলে লিখছি কেন? আমি আমার কোন গল্পই মাঝ পথে বন্ধ করে দিইনি কখনও... হ্যা... হতে পারে একটু বিলম্ব হয়, বা কিছু দিনের জন্য কাজের চাপে বিরত থাকি... কিন্তু যে গল্প শুরু করেছি, তা শেষের পাতা দেখিয়েই ছাড়বো... কথা দিচ্ছি...
'ফুল ফুটুক বা না ফুটুক... বসন্তে কোকিল ডাকবেই...'
ভালো থাকবেন... সাথে থাকবেন...