07-02-2022, 10:26 AM
(This post was last modified: 07-02-2022, 10:27 AM by bourses. Edited 1 time in total. Edited 1 time in total.)
ঘুম-ভাঙা-চোখে এখনো যে গান শুনি,
এখনো যে গান হৃদয়ের জলে ভাসে-
আমরা জানি না মৃত্যুর বাড়ি কোথায়,
কেমন সে সব গানগুলি মনে আসে...
উৎসব বাড়ি নিভিয়ে দিয়েছে আলো,
মধু-ঝরে-পড়া কন্ঠেরও বিশ্রাম-
সুরের দেবতা ভোরবেলা বলে ওঠেন,
"পথ শেষ। আজ এইখানে থামলাম।"
কত দিন আসে। কত দিন চলে যায়...
দুঃখ-বীণাটি একই ভাবে বেজে ওঠে।
ভাসানের দিনে তোমাকেও যেতে হলো?
মৃত্যু কেবলই অসময়ে এসে জোটে।
সব-চলে-যাওয়া মেনে নেওয়া খুব কঠিন ।
সুরের জগতে হারিয়েছি পথখানি।
আমরা যতটা সংগ্রহ করে গেছি,
তার চেয়েও বেশি হারিয়ে ফেলেছি, জানি...
এখনো যে গান হৃদয়ের জলে ভাসে-
আমরা জানি না মৃত্যুর বাড়ি কোথায়,
কেমন সে সব গানগুলি মনে আসে...
উৎসব বাড়ি নিভিয়ে দিয়েছে আলো,
মধু-ঝরে-পড়া কন্ঠেরও বিশ্রাম-
সুরের দেবতা ভোরবেলা বলে ওঠেন,
"পথ শেষ। আজ এইখানে থামলাম।"
কত দিন আসে। কত দিন চলে যায়...
দুঃখ-বীণাটি একই ভাবে বেজে ওঠে।
ভাসানের দিনে তোমাকেও যেতে হলো?
মৃত্যু কেবলই অসময়ে এসে জোটে।
সব-চলে-যাওয়া মেনে নেওয়া খুব কঠিন ।
সুরের জগতে হারিয়েছি পথখানি।
আমরা যতটা সংগ্রহ করে গেছি,
তার চেয়েও বেশি হারিয়ে ফেলেছি, জানি...