06-02-2022, 10:31 PM
(06-02-2022, 10:07 PM)Bumba_1 Wrote:
আমি জানি তোমার রাগ হয়েছে আমার উপর, তার সঙ্গে প্রচণ্ড অভিমান হয়েছে। কারণ তোমার সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কি করবো বলো অন্য কোনো কারণ না, শরীর একদম ভালো নেই। আমার দুরারোগ্য ব্যাধি সম্পর্কে তুমি কেন এখানে অনেকেই জানে। কারণ কথাগুলো publicly বলা হয়েছে কয়েকবার। রোজকার এই অশান্তি আর নেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে। ভিউ আর রেটিং এর কথা আমিও ভাবি না, এই নিয়ে আমি কোনোদিন কোনো কথা তুলিওনি। কিন্তু, যাতে অশান্তি বন্ধ হয় তাই জন্য সবাইকে বিরত থাকতে বলেছিলাম।
তোমাদের অনেক পরে এই ফোরামে এসে লেখালেখি শুরু করে যা সাফল্য পেয়েছি তাতে করে আমি চির কৃতজ্ঞ থাকবো এই ফোরামের উপর। কিন্তু কিছু করার নেই আমাকে যেতেই হবে। ভালো থেকো ..
ব্যাপারটা ঠিক রাগ নয়.... আমি একটু অবাকই হয়েছি তোমার কাছ থেকে এটা শুনে। আমার সাথে আলোচনা করার কথা মোটেই বলছিনা। যেকোনো ডিসিশন নিতে মানুষ একটা সময় গিয়ে নিজেই সক্ষম হন। তোমার পূর্ণ অধিকার আছে নিজ মতামত জানানোর আর ডিসিশন নেবার। এখানে গল্প লেখা, পড়া, কয়েকজনের সাথে কথা বলা, নিজের গল্পের মতামত পড়া এই একটা আলাদাই মর্যাদা আছে আমার কাছে। অবশ্যই তোমাদের সকলের কাছেও। চেনা পরিজনের মতামত একরকম কিন্তু অচেনা এই সকলের পাঠকদের মতামত আলাদা মর্যাদা বহন করে। তাই তাদের থেকে এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কেমন যেন অদ্ভুত লাগে আমার কাছে... তাই বলেছিলাম।
বেশ... শারীরিক কারণ হলে আমি আগেও বলেছি এখনও বলছি আগে শরীর ও মন তারপরে সব। তুমিও ভালো থেকো। যদি মনে হয় ফিরবে..... এসো আবার ফিরে..... ❤