06-02-2022, 10:07 PM
(06-02-2022, 09:55 PM)Baban Wrote:কিসব লিখছো? তোমার মুখে এসব কি মানায়?শারীরিক কারণ অন্য ব্যাপার কিন্তু সেটা বাদে এই ধরণের কথা লেখার কি মানে? ঐদিকে বিচিত্র লিখছে, এদিকে তুমি এসব লিখছো?
আমি একদিকে আরও লেখক পাঠক বাড়ুক চাইছি আর তোমরা এসব লিখছো? তোমাদের আগে থেকে এই গসিপিতে লিখছি আমি.. অনেক কিছু দেখেছি.... কিন্তু থামিনি আমি। ভিউ, রেটিং এর কথা না ভেবে পাঠকদের জন্য লিখেছি তার সংখ্যা যতটুকুই হোক আর যে ধরণের পাঠকই হোক। আমার কাছে আমার ইরোটিক গপ্পের পাঠকও সম্মানীও আর ননইরোটিক পাঠকও। আমি কি বলতে চাইছি তুমি বুঝবে।
আমার কাছে গসিপি একটা ইমোশান।তাই আমি ছাড়ছি না...... কিছু লিখি আর নাই লিখি... আছি।নমস্কার
আমি জানি তোমার রাগ হয়েছে আমার উপর, তার সঙ্গে প্রচণ্ড অভিমান হয়েছে। কারণ তোমার সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কি করবো বলো অন্য কোনো কারণ না, শরীর একদম ভালো নেই। আমার দুরারোগ্য ব্যাধি সম্পর্কে তুমি কেন এখানে অনেকেই জানে। কারণ কথাগুলো publicly বলা হয়েছে কয়েকবার। রোজকার এই অশান্তি আর নেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে। ভিউ আর রেটিং এর কথা আমিও ভাবি না, এই নিয়ে আমি কোনোদিন কোনো কথা তুলিওনি। কিন্তু, যাতে অশান্তি বন্ধ হয় তাই জন্য সবাইকে বিরত থাকতে বলেছিলাম।
তোমাদের অনেক পরে এই ফোরামে এসে লেখালেখি শুরু করে যা সাফল্য পেয়েছি তাতে করে আমি চির কৃতজ্ঞ থাকবো এই ফোরামের উপর। কিন্তু কিছু করার নেই আমাকে যেতেই হবে। ভালো থেকো ..