06-02-2022, 09:55 PM
(06-02-2022, 08:41 PM)Bumba_1 Wrote: গতকাল Sanjay Sen চলে গেলো, আজ তুমি চলে যাচ্ছো। আমারতো অধিকার নেই কাউকে আটকানোর। এই ফোরামে তোমরা দুজনই আমার প্রকৃত বন্ধু ছিলে। আর দু'জন খুব ভালো বন্ধু হলো Baban ও ddey333 .. আমিও তাহলে কেটে পড়ি বেশি ভাট না বকে, যাদের কথা বললাম এদের সবার কথা খুব মনে পড়বে।
bye everyone
কিসব লিখছো? তোমার মুখে এসব কি মানায়?
শারীরিক কারণ অন্য ব্যাপার কিন্তু সেটা বাদে এই ধরণের কথা লেখার কি মানে? ঐদিকে বিচিত্র লিখছে, এদিকে তুমি এসব লিখছো?
আমি একদিকে আরও লেখক পাঠক বাড়ুক চাইছি আর তোমরা এসব লিখছো? তোমাদের আগে থেকে এই গসিপিতে লিখছি আমি.. অনেক কিছু দেখেছি.... কিন্তু থামিনি আমি। ভিউ, রেটিং এর কথা না ভেবে পাঠকদের জন্য লিখেছি তার সংখ্যা যতটুকুই হোক আর যে ধরণের পাঠকই হোক। আমার কাছে আমার ইরোটিক গপ্পের পাঠকও সম্মানীও আর ননইরোটিক পাঠকও। আমি কি বলতে চাইছি তুমি বুঝবে।
আমার কাছে গসিপি একটা ইমোশান।
তাই আমি ছাড়ছি না...... কিছু লিখি আর নাই লিখি... আছি।
নমস্কার