06-02-2022, 12:06 PM
(06-02-2022, 11:29 AM)Bumba_1 Wrote: পুরোপুরি রহস্য উন্মোচন না করে পাঠককূলেরর মধ্যে একটা ধোঁয়াশা রেখে বেশ ভালোই করেছো। যে যা নিজের মতো পারে ভেবে নেয়াই শ্রেয়। তবে আমি কামনা করি যত দ্রুত সম্ভব সুভাষ বাবু তার স্ত্রী-সন্তান এবং মা-বাবাকে নিয়ে ওই বাড়ির ত্যাগ করে চলে আসতে পারে। না হলে, বড় বিপদ ঘটতে বেশি সময় লাগবে না।
অনেক ধন্যবাদ ❤
হ্যা... আমি গল্পটা ঐভাবেই ফুটিয়ে তুলতে চেয়েছিলাম যাতে প্রশ্নটা থেকেই যায়। ওটাই মূল উদ্দেশ্য ছিল। তবে হ্যা.... ওই বাড়ি থেকে চলে যাওয়াতেই মঙ্গল আমিও মনে করি।
(06-02-2022, 10:59 AM)জীবনের জলছবি Wrote: আপনার এই গল্প টা আমার অসাধারন লাগল।
ইহজগৎ, পরজগৎ, ভৌতিক, আধিভৌতিক, চেতন, অবচেতন সমস্ত কিছুর ই এক একটা ওয়েভ বা তরঙ্গ আছে। এবার সেই সব ওয়েভ এর পজিটিভ ও নেগেটিভ ওয়েভ ফ্যাক্টস গুলো ক্রমাগত সারাউন্ডিং নেচার এ জমা হতে থাকে পৃথিবী র সৃষ্টির সেই আদি সময় থেকেই। এর অনুকুল ও প্রতিকুল দুই রকম ই এফেক্ট আছে এবং তা সময়ের প্রেক্ষিতে অদৃষ্টিতে সময় গহ্ববরে জমা হতে থাকে। তার ই অনুকুল এফেক্ট এ সৃষ্টি হয় শিল্পের সব অভাবনীয় কৃর্তি, বিজ্ঞানের জ্ঞান এর আলো, দর্শনের উদ্ভাসিত সমাহারিক তত্ব। আবার সেই প্রতিকুল এফেক্ট এ ও সৃষ্টি হয় চূড়ান্ত সব কালো দিক। এই সমস্ত কালো সৃষ্টি করে লোভ,লালসা,জিঘাংসা, ভয়। যা কিনা অতি সহজ ভাবে ই মানুষের মনের অন্তরালে তার ব্যাপ্তি করে নেয়। লোভ,লালসা, থেকে মানুষ পরিনত হয় জিঘাংসক প্রানী তে। যা কিনা তার মৃত্যুর পরে ও বিদেহী অবস্থানে থেকে যায়, আর তার নেগেটিভ ওয়েভ সোর্স জীবিত প্রান এর মনে ভয় নামক মাধ্যম কে ভড় করে অতিপ্রাকৃত আবহে ভূত হয়ে যায়। প্যারাসাইকোলজির ভাষায় " Fenomenal diabolic of surrealistic or paranormal activities is nothing but the dimension of time frame which is captured in the fourth dimension of time from past to present. "
আপনার আরও কিছু এই ধরনের লেখা দেখলাম।
সেই গুলো ও অসাধারন।
অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ব্যাখ্যাপূর্ণ অসাধারণ বিশ্লেষণ আর মতামতের জন্য। পুরোটাই এক ধরণের শক্তি... যে শক্তি বলা চলে দুভাগে বিভক্ত। এক রচণাত্মক আর দুই ধ্বংসাত্মক। এর দুয়েরই পূজারী আছে। যাইহোক..... আপনি খুব সুন্দর বর্ণনা করে বুঝিয়েছি দিয়েছেন তাই আর বেশি কিছু বলবোনা। আমার অন্য ভৌতিক আর অন্যান্য গল্প পড়েছেন তার জন্যও ধন্যবাদ ❤