05-02-2022, 08:49 PM
(05-02-2022, 08:41 PM)Bichitravirya Wrote: থাক সঞ্জয় দা । আর না । এ যেন দেওয়ালে মাথা ঠোকার মত । এবার যা করার সারিত দা কে করতে দিন
❤️❤️❤️
কে কি করবে জানি না? তবে ছোটবেলায় রবীন্দ্রস্মৃতি হাইকলেজে পড়তাম। সেখানে আমি দ্বিতীয় বেঞ্চিতে বসতাম। কিছু ব্যাকবেঞ্চার অনবরত পেছন থেকে চক এবং ইঁটের ছোট ছোট টুকরো আমাদের অনেকের মাথায় ছুঁড়ে মারতো।
সহ্য করতে না পেরে টিফিন পিরিয়ডে ওদেরকে ধরে ক্যালাতে গেলেই আমাদের ক্লাস টিচারকে বলে কেস খাইয়ে দিতো। এখানকার রকমসকম দেখে তাই মনে হচ্ছে। কেউ পেছন থেকে আঘাত করছে, সেটার জন্য কেউ গালমন্দ করছে। দু'পক্ষের ঝগড়া হচ্ছে, কেউ আবার সেটা নিয়ে পাশ থেকে মজা নিচ্ছে।
ধুর শালা, আমার আজকেই মনে হয় শেষ দিন এই ফোরামে। জীবনে অনেক টেনশনে আছে, আর দরকার নেই।