05-02-2022, 05:51 PM
(05-02-2022, 03:25 PM)Baban Wrote: দেবীর সামনে কলেজের বই রাখা মনে আছে? বইয়ের ওপর রাখা পেন পেন্সিল গুলো?
মনে আছে সেই হাত জোর করে চোখ বুজে মনে মনে প্রার্থনা? মনে আছে দাদা দিদির সাথে বসে রঙিন কাগজ কেটে কেটে দেয়ালে লাগানো? আলোর ঝাড়বাতি নয়, কাগজের ঝালোর? মন পরে মন্ত্রপাঠ? হাতে করে ফুল নিয়ে মায়ের পায়ে অর্পণ আর মনে একটা অদ্ভুত বিশ্বাসের জাগরণ...... সকালবেলার সেই দিনটা, কলেজকে অন্যভাবে আবিষ্কার করা সেদিন, নতুন চোখে দেখা চারিদিক, প্রতিটা মুহুর্ত আজও আছে মনের অন্তরে...... সেই দেবী আজও আছেন, আমাদের জন্য... সকল সন্তানের জন্য।
- বাবান
আমরা কলেজের সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে লুকিয়ে কচুরি খেতাম , হিসেবে একটু উপর নিচ করে বাকি টাকা ফেরত দিতাম হেডুকে ...

