04-02-2022, 04:30 PM
(This post was last modified: 04-02-2022, 04:31 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-02-2022, 04:11 PM)Kallol Wrote: দিদি মনস্তত্ত্ব নিয়ে আমার তেমন কোন জ্ঞান নেই, তাই আপনার এই গল্প টার বেশির ভাগই মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে শিবের মা বা বাবা কেও পরিস্থিতির জন্য কোন দোষ দিতে পারছি না। কারণ আমরা ছোট থেকেই এমন একটা পরিবেশ বা সমাজের মধ্যে দিয়ে বেড়ে উঠি, যেখানে হটাৎ করে কোন নতুনত্ব কিছু বিশেষ করে মানুষের মধ্যে যদি আলাদা কিছু থেকে থাকে । সেইটা আমরা সহজে মেনে নিতে পারিনা বা বলা ভালো আমরা মানতে চাইনা। সুস্থ থাকুন লিখতে থাাাাকুন ।
একদমই সঠিক কথা বলেছেন... যদিও এখানে দিদি কোনোভাবেই পিতা মাতাকে ভুল হিসেবে তুলে ধরেন নি.. যেটা আজকালকার ফিল্মে দেখানো হয়... বাবা মাই ভিলেন হয়ে যায় সেসবে... যাইহোক... পিতা মাতা কখন কঠোর হবে আর কখন নরম সেটা জানা বা বোঝা ওতো সোজা ব্যাপার নয়... পিতা মাতাও সেসবে ভুল করে ফেলেন.... কাছে টানার বদলে অনেকসময় কঠোরতার পক্ষ নিয়ে সন্তানকে আরও জটিলতার মধ্যে ফেলে... কিন্তু তার মানে এটা নয় যে তারা তার ক্ষতি চায়.... কখনোই তারা সেটা কল্পনাও করতে পারেন না.... সন্তান বাবা মায়ের কাছে কি... সেটা বলে বোঝানো সম্ভব নয়...
একসাথে দুটো পর্ব পড়লাম.... কি আর বলবো.... সবাই যা বলার বলে দিয়েছে... শুধু এটাই বলবো.... গল্প. এবারে শুরু হয়েই গেলো।❤❤