03-02-2022, 09:20 PM
(07-04-2020, 12:21 AM)Bondjamesbond707 Wrote: ঘর জামাই এর কেচ্ছাচমৎকার গল্প।
নিম্ন আয়ের মানূষ আমি। একটি ওয়ার্কসপে ওয়েল্ডার এর কাজ করি আমি। আমার শাশুড়ি চাইছিলেন এমন একটা ছেলে,যার কেউ নেই, তার মেয়েটাকে বিয়ে করে শ্বশুর বাড়ীতে থাকবে। একটা ভর যেন হয়। কারন আমার স্বশুর মিডিল ইস্টে গেছেন পনের বছর সর্বশেষ এসেছেন তিন বছর আগে তার আগে এসেছিলেন পাঁচ বছর আগে। সবাই বলে ওখানে নাকি বিয়ে করেছেন আরেকটা দেশের কাজের মহিলাকে।