03-02-2022, 02:26 PM
(03-02-2022, 12:40 PM)bourses Wrote: কালকেই পড়েছিলাম কিন্তু কাজের চাপে আর কোন কিছু লিখতে পারি নি... যাক... আজ বলি...
ভূত কেউ দেখেছে? বুকে হাত রেখে কেউ বলতে পারবে সে কথা? না... জানি পারবে না... সকলেই বলবে 'একজন দেখেছে, সে আমায় বলেছিল'... কিন্তু 'আমি দেখেছি'... এটা আজ অবধি কারু মুখ থেকে শুনি নি... সম্ভবও বোধহয় নয়... কারন আজ অবধি এই "ভূত" ব্যাপারটা একটা রহস্য... তা সে যতই রোমহর্ষক হোক না কেন... সে শুধু মাত্র আজও গল্প গাথার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে... বাস্তবে কারুর সামনে আসার সাহস সে করে উঠতে পারেনি... তা সেই ভূত যতই ভয়ঙ্কর হোক না কেন... তাই যখনই কোন ভূতের সিনেমা দেখেছি আমি, সব সময় কেমন যেন মনে হয়েছে... ধুস... কি রকম মুখে রঙ মেখে অঙ্গ ভঙ্গি করে চলেছে... সেই সব ভূত দেখে আজ অবধি সত্যি বলছি ভয় পাই নি...
না না... আমি কিন্তু এখানে ভূত নিয়ে কোন তর্ক বিতর্কের মধ্যে আসতে চাইছি না... ভূত... সে তার নিজের স্বমহিমায় বিরাজ করুক, তাতে আমার কোন ক্ষেদ নেই... আপত্তি তো দূর স্থান... সে তার মত থাকুক, আমি আমার মত...
ভূত সত্যিই আছে না নেই তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই একটুও... কিন্তু ভৌতিক পরিবেশ নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন বলতে পারো... ওটা যদি সত্যিই ঠিক মত গুছিয়ে দেখানো সম্ভব হয়, তাহলে সশরীরে ভূত দর্শণের প্রয়োজন পড়ে বলে মনে হয় না... আর সেটা যে তোমার আঙুলে ভিষন ভালো ভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম তুমি, সে বিশয়ে আমার কোন দ্বিমত নেই একেবারেই...
যে ভাবে আস্তে আস্তে তুমি একটা ভৌতিক পরিবেশ তৈরী করছ, তাতে বুঝতেই পারছি, গল্পটা ভিষন ভাবে রোমহর্ষক হতে চলেছে... চালিয়ে যাও বন্ধু... সাথে আছি...
একদম ঠিক কথা। অনাহুত বলে একজনের একটা লেখা আমি শেয়ার করব একটু পরে, ওনার লেখা পরে আমার এই কথাই মনে হয়েছে। আজকে শেয়ার করব লেখাটা। কোন ভুতের গল্প না। কিন্তু ভয় কি সেটা ওখানে বলা আছে।