03-02-2022, 02:00 PM
(This post was last modified: 03-02-2022, 02:01 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-02-2022, 12:40 PM)bourses Wrote: কালকেই পড়েছিলাম কিন্তু কাজের চাপে আর কোন কিছু লিখতে পারি নি... যাক... আজ বলি...
ভূত কেউ দেখেছে? বুকে হাত রেখে কেউ বলতে পারবে সে কথা? না... জানি পারবে না... সকলেই বলবে 'একজন দেখেছে, সে আমায় বলেছিল'... কিন্তু 'আমি দেখেছি'... এটা আজ অবধি কারু মুখ থেকে শুনি নি... সম্ভবও বোধহয় নয়... কারন আজ অবধি এই "ভূত" ব্যাপারটা একটা রহস্য... তা সে যতই রোমহর্ষক হোক না কেন... সে শুধু মাত্র আজও গল্প গাথার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে... বাস্তবে কারুর সামনে আসার সাহস সে করে উঠতে পারেনি... তা সেই ভূত যতই ভয়ঙ্কর হোক না কেন... তাই যখনই কোন ভূতের সিনেমা দেখেছি আমি, সব সময় কেমন যেন মনে হয়েছে... ধুস... কি রকম মুখে রঙ মেখে অঙ্গ ভঙ্গি করে চলেছে... সেই সব ভূত দেখে আজ অবধি সত্যি বলছি ভয় পাই নি...
না না... আমি কিন্তু এখানে ভূত নিয়ে কোন তর্ক বিতর্কের মধ্যে আসতে চাইছি না... ভূত... সে তার নিজের স্বমহিমায় বিরাজ করুক, তাতে আমার কোন ক্ষেদ নেই... আপত্তি তো দূর স্থান... সে তার মত থাকুক, আমি আমার মত...
ভূত সত্যিই আছে না নেই তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই একটুও... কিন্তু ভৌতিক পরিবেশ নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন বলতে পারো... ওটা যদি সত্যিই ঠিক মত গুছিয়ে দেখানো সম্ভব হয়, তাহলে সশরীরে ভূত দর্শণের প্রয়োজন পড়ে বলে মনে হয় না... আর সেটা যে তোমার আঙুলে ভিষন ভালো ভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম তুমি, সে বিশয়ে আমার কোন দ্বিমত নেই একেবারেই...
যে ভাবে আস্তে আস্তে তুমি একটা ভৌতিক পরিবেশ তৈরী করছ, তাতে বুঝতেই পারছি, গল্পটা ভিষন ভাবে রোমহর্ষক হতে চলেছে... চালিয়ে যাও বন্ধু... সাথে আছি...
আমিও সম্পূর্ণ একমত তোমার সাথে...... আমার কাছেও ভুত থেকে তার কার্যকলাপ এর উদাহরণ বেশি ভয়াবহ লাগে। তার উপস্থিতি সে সরাসরি প্রমান না করে বারবার কার্য কলাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, তার অস্তিত্বের প্রমান দিয়ে চলেছে... সেটাই আসল ভয়ের... আর আমি সেটাই তুলে ধরতে চাইছি। ❤
আজ রাত্রে তৃতীয় পর্ব আসছে!!