Thread Rating:
  • 18 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy শালিনীর অপহরণ --- bourses
#17
কতক্ষন এভাবে ছিল শালিনী, খেয়াল নেই। আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে লাগল। মাথাটা এখনও বেশ ভার হয়ে রয়েছে। একটা ঝিম ভাব। শরীরটা বেশ ভারী ঠেকছে। চোখটা খুলতেও যেন ইচ্ছা করছে না। কানে আসছে কিছু লোকের কথোপকথন। যেন বহু দূর থেকে কেউ কথা বলছে।

শালিনী এই মুহুর্তে একটি ঘরের মধ্যে নরম সোফায় শুয়ে। ঘর বলব? নাকি ড্রয়িংরুম বললে আরো ভালো বোঝানো যাবে? বেশ বড় একটা জায়গা। দেয়াল বরাবর বেশ কয়একটা সোফা পাতা। নরম। কোন পশুর লোম দিয়ে আচ্ছাদিত। ঘরের একটা দিকে দেয়াল জোড়া বিশাল স্ক্রিন। তার সামনে একটা প্যানেল। তাতে প্রচুর সুইচ, মিটার। আরো কত কি। সেই সাথে পর পর বেশ কয়একটা মনিটর বসানো। সেই মনিটর গুলোতে অবিরাম কিছু সংখ্যা ফুটে উঠছে, আবার বদলে যাচ্ছে। ঘরটি বেশ সাদা জোরালো আলোয় আলোকিত। কিন্তু কোথা থেকে যে সে আলো আসছে, সেটা বোঝা যাবার উপায় নেই। আলোটাও জোরালো হলে কি হবে, একটুও কিন্তু চোখে লাগছে না।

ঘরের মাঝে সেই ছোকরা মত ছেলেটি রয়েছে। আর তার সাথে আরো দুজন। এদের একজন ক্যাপ্টেন কে২৩৪। আর একজন এম৫, ক্যাপ্টেনের সেকেন্ড ইন কম্যান্ড। ছোকরা ছেলেটি নেহাতই একজন আজ্ঞাবহ সৈনিক। এই মুহুর্তে তিনজনেই ঝুকে রয়েছে শালিনীর ওপর। বোঝার চেষ্টা করছে ওর বর্তমান পরিস্থিতি।

-
এত সময় নিলে কেন মেয়েটিকে নিয়ে আসতে? এই যদি তোমার পারফর্মেন্স হয়, তাহলে তো তোমায় পাঠানো চিন্তার ব্যাপার।ক্যাপটেন শালিনীর দিকে তাকিয়ে থাকতে থাকতে ছোকরাকে প্রশ্ন করল।

- ‘
কি করবো ক্যাপ্টেন? এক কথায় রাজি হচ্ছিল না যে। নানান রকম প্রশ্ন করছিল।ছোকরা কাঁচুমাচু মুখে উত্তর দিল।

-
কেন, তুমি জানো না যে আমাদের হাতে সময় কম?

-
জানি ক্যাপ্টেন, আর সেই জন্যই তো আপনার অনুমতি নিয়ে বিমার ব্যবহার করলাম একে নিয়ে আসার জন্য।

-
দেখ, এসব আমায় বোঝাতে এস না। আমি দেখেছি কি ভাবে এর সাথে কথা বলছিলে তুমি। একটা কথা মাথায় রাখ, ভবিষ্যতে তোমার কাজে লাগবে, মেয়েদের সব সময় একটু শক্ত হাতে ব্যবহার করতে হয়, না হলেই এরা মাথায় চড়ে বসে। এই আমায় দেখ নি? আমি কখনো মেয়েদের মাথায় তুলি না। আর তোমাকেই বা কি বলবো? এত নরম প্রকৃতির হলে কি করে যে ভালো সৈনিক হতে পারবে জানি না। ওই দেখ, বোধহয় মেয়েটির জ্ঞান ফিরছে।


ততক্ষনে সত্যিই শালিনীর জ্ঞান ফিরে এসেছে। একটু উঠে দাড়াবার চেষ্টা করল। মাথাটা টলে গেল। ছোকরা একটা হাত দিয়ে ঝট করে ওর বাহু ধরে ওকে পড়ে যাওয়া থেকে আটকালো। শালিনীর কানে এল একটা সহানুভূতি মিশ্রিত শব্দ ...... আহা, চুক চুক ...... চোখটাকে টেনে খোলার চেষ্টা করল। বৃথা। আবার বন্ধ হয়ে গেল আপনা থেকেই। উপলব্ধি করল, একটা নরম চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হল। গাটা এলিয়ে দিল ওই চেয়ারের নরম গদিতে। গদিটা মোলায়ম লোমের মত কিছু দিয়ে মোড়া, সেটা অনুভব করল। ওর কানে এল, ‘প্রাইভেট, তুমি এখন আসতে পারো। বাকিটা আমরা সামলে নেব।শালিনী বুঝল, ওকে নিয়েই সম্ভবত কথা হচ্ছে। আবার জোর করে চোখটা খোলার চেষ্টা করল। একটু ফাঁক হতেই ওর চোখটা ধাঁধিয়ে গেল যেন। কি সাদা আলো চতুর্দিকে। আবার বন্ধ করে ফেলল চোখ। খানিক বন্ধ রেখে, আস্তে আস্তে আবার ফাঁক করল খানিক। না। এখন আর অতটা চোখে আলোটা লাগছে না। মাথা তুলে ধীরে ধীরে ভালো করে চোখ মেলে তাকাল। অদ্ভুত জায়গাটা তো! ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখল। কেমন যেন স্টার ট্রেকের সিনেমার সেট মনে হল। সামনে দুটি লোক দাড়িয়ে। পরনে সেই আগের ছোকরাটার মতই পোষাক। স্কিন টাইট। নীলাভো।

ভালো করে তাকাল সামনের লোকটির দিকে। হুম। দেখতে খারাপ না। বেশ একটা হীরো হীরো ভাব। ঠিক যেন হলিউড সিনেমার চরিত্র। বেশ লম্বা। কত? প্রায় -’’ হবে। নাক চোখ বেশ তীক্ষ্ণ। ধারালো চিবুক। ছাতির কাছে পোষাকের নীচে পেশিগুলো উচিয়ে রয়েছে। এত পেশিবহুল? নাকি পোষাকের নীচে কোন প্লেট-টেট গোছের কিছু লাগিয়ে রেখেছে? বলাতো যায় না, সিনেমায় তো এরকমই পোষাক পরে অভিনয় করে। পেট একদম পাতা। টান টান। আরে। দুপায়ের ফাঁকে ওটা কি? ওখানে কি দশ-বারোটা মোজা জড়িয়ে রেখেছে? ধুর। কারুর এত বড় আর মোটা হয় নাকি ওটা? উরি বাস। কি সাইজ বানিয়েছে। দেখে তো মনে হচ্ছে প্রায় ইঞ্চি দশেক। ঘেরেও ছয় তো হবেই। নির্ঘাত আসল নয়। একদিকের থাইয়ের সাথে লেপটে আছে। থাইগুলোও বেশ পুরুষ্ট, পেশিবহুল। স্কিনটাইট পোষাকের জন্য দেহের প্রতিটা পেশি ফুটে উঠেছে। রকম পরিস্থিতির মধ্যে না থাকলে, রকম একটা মালকে বিছানায় পেলে দারুন ব্যাপার হত। ওই লোকটার পাশে আর একটা লোক দাঁড়িয়ে। ওকেই দেখে যাচ্ছে। মনে হচ্ছে এটা ওইটার চামচা। চেহারা পোষাক দেখতে প্রায় একই, কিন্তু আগেরটার মত অত ভালো দেখতে না। তবে, খুব খারাপও নয়। যাক গে। শালিনীর কি?

পাশে সেই ছোকরাটা তখনও দাড়িয়ে। তার দিকে তাকিয়ে বেশ ঝাঁঝিয়েই প্রশ্ন করল, ‘হেই, ইয়ু ফাকিং ক্রিব, হোয়াট ডিড ইয়ু ডু টু মি?’

ছেলেটি মিউ মিউ করে উত্তর দিল, ‘না, মানে মাপ করবে, আমি আপনার সাথে খুবই ভালো ভাবেই ব্যবহার করার চেষ্টা করেছিলাম।

[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: শালিনীর অপহরণ --- bourses - by ddey333 - 02-02-2022, 10:27 PM



Users browsing this thread: 3 Guest(s)