02-02-2022, 12:02 PM
(01-02-2022, 06:36 PM)Baban Wrote: সম্পর্ক... বড়ো জটিল বিষয়.. বাইরে থেকে দেখতে যতই সরল লাগুক... এখানে দুইয়ে দুইয়ে চার যেমন হয়, তেমনি প্রয়োজনে পাঁচ থেকে এক সরিয়েও চারও লিখতে হয় খাতায়..... যতই লিখতে কষ্ট হোক। নতুন এই চার হয়তো সঠিক ভাবে লেখা হবেনা... একটু বেঁকা হবে... কিন্তু ওটাও একটা সংখ্যা... তার গুরুত্ব অনেক... নিজের কাছে না হোক...... অংকের কাছে
দারুন পর্ব... ফিরে এসেই ছক্কা হাকালে ❤
ঠিক বলেছ বাবান... উপর থেকে সরলতা দেখালেও সেই সমিকরণ কি ভাবে মেলানো হয়েছে সেটা খোলা চোখে দেখা যায় না... মানুষ জীবনকে কতটা বেঁকিয়ে তবে সেটা দুইয়ে দুইয়ে চার করেছে না পাঁচ থেকে এক বাদ দিয়ে চার করতে বাধ্য হয়েছে... বাইরে থেকে শুধু চারটাই চোখে পড়ে অঙ্কের বিচারে... এই ভাবেই তো মানুষ তার জীবনের ভারসাম্য বজায় করে এগিয়ে চলেছে, বা বলতে গেলে বাধ্য হচ্ছে এগিয়ে চলতে কারন জীবনের গতি তো একমাত্র বিধাতাই স্তব্দ করে দিতে পারে... সে ক্ষমতা তো আমাদের হাতে নেই... তাই অঙ্ক মিলিয়েই প্রতিটা পদক্ষেপ ফেলে যেতে হয় জীবনের কর্কশ পথে...
পর্ব সমালোচনায় বলি, ছক্কা আরো হাঁকাবো... সঙ্গে থাকো, পড়তে থাকো...


