02-02-2022, 11:57 AM
(01-02-2022, 04:23 PM)Bumba_1 Wrote: এত দিন হয়ে গেলো এই ফোরামে আছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে বা কারোর থ্রেডে গিয়ে অনুরোধ করিনি আমার গল্প পড়ার জন্য। কারণ আমি মনে করি আমার লেখনির মান যদি ভালো হয় তাহলে বুদ্ধিদীপ্ত (সবাই নয়) পাঠকেরা অবশ্যই সেই লেখা পড়বে। ঠিক যেমন আমি সময় পেলেই এই ফোরামে এসে ভালো ভালো লেখাগুলি পড়ে যাই এবং মন্তব্য করে যাই। তাই বাকিদের কথা জানিনা তবে, আমার কথা বলতে পারি .. আমার ক্ষেত্রে এই দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রয়োজন নেই যে আমি আপনার গল্প পড়বো না বা সেখানে মন্তব্য করবো না। সময়-সুযোগ পেলেই এসে পড়ে যাবো এবং মন্তব্য করে যাবো।
by the way, ক্লাব বাজি অথবা লবি বাজি আগেও ছিলো। সেই লবির কর্তা ব্যক্তিদের তোষামোদ না করলে এই ফোরামে একঘরে হয়ে থাকতে হতো। তখন একটিমাত্র লবি ছিলো, এখন দুটি তৈরি হয়েছে .. এটাই যত তফাৎ। ভালো থাকবেন
এবার আসি আপনার এই পর্বের প্রসঙ্গে - চুলচেরা বিশ্লেষণ করছি না, শুধু এটুকুই বলবো ফিরে এসে প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এভাবেই এগিয়ে চলুক আপনার লেখা। আমার তরফ থেকে সামান্য লাইক এবং রেপু
একদম ঠিক কথা বলেছ বুম্বা... নিজের লেখার মান যদি সত্যিই ভালো হয়, তাহলে কাউকে সেই গল্প পড়ার জন্য নিমন্ত্রণ করার প্রয়োজন পরে না... লোকে আপনি এসে উঁকি দিয়ে যাবে...
আর লবি বাজির কথা বলছ... সে তো সমস্ত ক্লাব কালচারেই বর্তমান... ওটা না থাকলে খাবার যেমন মশলাদার হয় না, তেমনই বন্ধুত্বও যেন পূর্নতা পায় না... এই দেখই না... আমাদের পাড়ার ক্লাবেই... একই ক্লাব কিন্তু পুজো হয় দুটো... দূর্গা পুজো আর কালি পূজো... অন্য সময় সকলে এক সাথে মিলে খেলা ধূলা আড্ডা বাজি চলে, কিন্তু তলায় তলায় কিন্তু ঠিক দুটো সুক্ষ্ম ভাগ হয়ে রয়েছে... এক দল কালি পূজোর কমিটিতে আর অন্য দল দূর্গা পূজোর কমিটি সামলায়, আর তাই নিয়েই দুই দলের মধ্যে একটা ঝগড়া মাঝে মধ্যেই লেগে যায়... কিন্তু আবার এটাও দেখেছি... যদি বাইরের কেউ কখনও আমাদের ক্লাবে এসে কোনদিন কিছু বিরূপ মন্তব্য করে, তখন কিন্তু সেই লবিবাজির কোন কিছুই চোখে পড়ে না... তখন সকলেই এক... সকলেই সেই একই ক্লাবের সদস্য... এটাই তো পরিবার... তাই না?
এবার আসি তোমার গল্পের সমালোচনার প্রসঙ্গে... এখনই কি বাউন্ডারি দেখলে? এই গল্পটা যে ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বাসনা আছে আমার, তাতে অনেক বাউন্ডারিই হাঁকাতে দেখতে পাবে... অন্তত সেই মতই চেষ্টা করবো ব্যাট থুড়ি আঙুল চালাতে কম্পিউটেরের কি প্যাডে... হা হা হা...