01-02-2022, 04:23 PM
(This post was last modified: 01-02-2022, 04:25 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(01-02-2022, 01:55 PM)bourses Wrote: প্রায় মাস সাতেক পর বোধহয় ফের গল্পটা এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম... এর মধ্যে যেমন গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, ঠিক তেমনই এই সাইটেও বহু ভালো ভালো গল্প বিশিষ্ট লেখক লেখিকারা উপহার দিয়ে চলেছেন... কিন্তু দুর্ভাগ্যের বিশয় এই সমস্ত গল্পগুলো প্রায় কোনটাই আমার পড়া হয়ে ওঠেনি... আর যখন মনে হলো যে এবার দেখি পড়ে... ওরে বাবা... দেখি এক একটা গল্প এতটাই এগিয়ে গিয়েছে যে সেগুলো প্রথম থেকে পড়তে শুরু করলে কবে যে শেষ করতে পারবো জানি না... এদিকে চন্দ্রকান্তার অভিমানী চোখ আর সেই সাথে আমার বস্এর দাঁত খেঁচানি দেখে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা... তার মধ্যেই চেষ্টা করবো নিজের গল্পটা যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার... শ্বাম্বুক গতিতে হলেও বা তা মন্দ কি?
আমি জানি, আমার এই গল্পে হয়তো অনেক লেখক বা লেখিকারই সমালোচনা পাবো না... কারণ এটাই তো স্বাভাবিক... যেখানে আমি নিজে পড়ে কিছু মন্তব্য করতে পারি না... সেখানে কোন সাহসে তাদেরকে বলবো আমার গল্প পড়ে মতামত দিতে? না না... সে আশা আমি অবস্যই করি না... তবে পাঠকরা যদি মনে করে, তাহলে যেন দুচার কথা লিখে যায়... জানি সেটাও এখানে চাওয়া ধৃষ্টতা মাত্র... তাও... ওই যে কথায় বলে না... আশায় চাষা মরে টরে নাকি... সেই ব্যাপার আর কি...
তবে একটা জিনিস এখানে এই ক'দিন একটু ঘোরাঘুরি করে যেটা বুঝেছি... তা হল একটা বেশ ক্লাব ক্লাব পরিবেশ তৈরী হয়েছে... মানে আগে কলেজ লাইফে যখন ঐ পাড়ার ক্লাবে গিয়ে আড্ডা মারতাম, তখন প্রায়ই কারুর না কারুর সাথে ঝামেলা হতো মত পার্থক্যের কারনে... এক একজনের সাথে তো প্রায় হাতাহাতিও হয়ে যেত... কিন্তু তার পরের দিনই আবার সেই বন্ধুটার কাঁধে হাত রেখে গল্প করতেও বাঁধতো না... তখন যেন তার সাথেই প্রাণের কথা মনের কথা না বললে পেটের ভাত হজম হতো না... তাই... এখানেও সেই পরিবেশটাই দেখতে পাচ্ছি... খিস্তিখেউড়... মান অভিমান... আর তারপরেই তারই গল্পে গিয়ে ভালো মন্দ সব কিছু নির্দিধায় বলে আসা... এটাই তো চাই আমাদের মধ্যে... একেই বোধহয় পরিবার বলে... আগে কার দিনে মা ঠাকুমারা বলতো এক সাথে বাসন থাকলে ঠোকাঠুকি লাগবেই... তাই তাতে আওয়াজও হবে... কিন্তু আবার সেই বাসনগুলোই কিন্তু এক সাথে সহবস্থানে বিরাজ করে দিব্য...
এত দিন হয়ে গেলো এই ফোরামে আছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে বা কারোর থ্রেডে গিয়ে অনুরোধ করিনি আমার গল্প পড়ার জন্য। কারণ আমি মনে করি আমার লেখনির মান যদি ভালো হয় তাহলে বুদ্ধিদীপ্ত (সবাই নয়) পাঠকেরা অবশ্যই সেই লেখা পড়বে। ঠিক যেমন আমি সময় পেলেই এই ফোরামে এসে ভালো ভালো লেখাগুলি পড়ে যাই এবং মন্তব্য করে যাই। তাই বাকিদের কথা জানিনা তবে, আমার কথা বলতে পারি .. আমার ক্ষেত্রে এই দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রয়োজন নেই যে আমি আপনার গল্প পড়বো না বা সেখানে মন্তব্য করবো না। সময়-সুযোগ পেলেই এসে পড়ে যাবো এবং মন্তব্য করে যাবো।
by the way, ক্লাব বাজি অথবা লবি বাজি আগেও ছিলো। সেই লবির কর্তা ব্যক্তিদের তোষামোদ না করলে এই ফোরামে একঘরে হয়ে থাকতে হতো। তখন একটিমাত্র লবি ছিলো, এখন দুটি তৈরি হয়েছে .. এটাই যত তফাৎ। ভালো থাকবেন
এবার আসি আপনার এই পর্বের প্রসঙ্গে - চুলচেরা বিশ্লেষণ করছি না, শুধু এটুকুই বলবো ফিরে এসে প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এভাবেই এগিয়ে চলুক আপনার লেখা। আমার তরফ থেকে সামান্য লাইক এবং রেপু