01-02-2022, 01:26 PM
(01-02-2022, 12:57 PM)Tilottama Wrote: পড়লাম, পড়তে পড়তে এক অন্তর্মুখী মানুষের স্বগতোক্তির মত লাগল। মানুষ এত কথা বলে নিজের সঙ্গে? এত? বুদ্ধদেব গুহের চানঘরে কালজয়ী লেখা মাধুকরীর ছায়া যেন ভেসে এল। কত অনুষঙ্গ, মন ভেসে চলে ভেলার উপর দুলতে দুলতে।
তাই তো মনে হয়। কথা বলে। হয়ত সেটা আমরাও বুঝতে পারি না। আমাদের মনের ভিতরে , একটা ঘটনার পরিপ্রেক্ষী তে, অনেক গুলো চরিত্র তৈরি হয়ে যায় নিমেষেই। তাদের মধ্যে অন্তর্দ্বন্দ চলে। সেটা আমি ফিল করি খুব। অনেকে বলে সরল হতে পার না? বুঝি তখন, একটা বুদ্ধিমান মানুষ কে সরল হতে গেলে, নিজের ভিতরের কত গুলো চরিত্র কে মেরে ফেলতে হয় , হয়ত বা সে নিজেও জানে না।
অনেক ধন্যবাদ পড়েছেন বলে । অনেক অনেক ভালবাসা রইল