01-02-2022, 12:21 PM
তারিণীখুড়ো বা তারিনী ব্যানার্জি ছাড়া ভয় বা বলা ভালো ভূতের ভয়ের গল্প বোধহয় হয়ই না... বা হলেও সেই ভয় বোধহয় বাংলা সাহিত্যে সেই উচ্চতায় পৌছায় না... আমার ছেলেবেলায় পড়া অনাথ বাবুর ভয় নামক গল্পটি আজও স্মৃতিতে গেঁথে রয়ে গিয়েছে... তাই যখনই কোথাও ভয়ের গল্প পড়ার সুযোগ ঘটে, কেন জানি না সাথে সাথে ওই গল্পটির সাথে তুলনা চলে আসে আপনা থেকেই... ভুত না দেখিয়েও মনের মধ্যে কি ভাবে ভয়ের সৃষ্টি করা যায়, তা বোধহয় একমাত্র বাংলা সাহিত্যে তাড়িণীখূড়ো দেখিয়ে গিয়েছিল... আর আজ দেখতে চলেছি বাবানের হাতের জাদুতে... অনেক আশায় বসে রইলাম তোমার ভূত দেখার... বা বলা উচিত ভূতের ভয় পাওয়ার... ভুত ফুত মানা মানি তো তখনই হবে যখন সত্যি সত্যিই ভয়ে কাঁটা দিয়ে উঠবে শরীরের প্রতিটা রোম... সামনের আধো অন্ধকারকে লাগবে বিভিষিকা... তোমার প্রথম পোস্টেই সেই উপাদান সম্পূর্ণ ভাবে বর্তমান... চাইয়ে যাও... সাথে আছি অবস্যই... ভীত হতে...