31-01-2022, 08:05 PM
আমি বোকা, তাই বুঝতে পারিনি। অবশেষে বুঝলাম। এরকম জীবনকে যে কতরকম সংঘর্ষের মধ্যে দিয়ে চলতে হয় তার ইয়ত্তা নেই। সমাজে টিকে থাকাই যেন এদের জন্য খুব কষ্টের। আবার পারিপার্শ্বিক সাপোর্ট পেলে এরা হয়ে উঠে অদম্য মানবী। সৃষ্টিকর্তা এদেরকে সুখে রাখুক, এই কামনায় করি ।