31-01-2022, 05:17 PM
(31-01-2022, 02:27 PM)Baban Wrote: এটাতো আমি প্রথম পর্বেই বুঝেছিলাম তাছাড়া আপনার টিজার থেকেই ধারণা করেছিলাম, কিন্তু কিছু বলিনি... কারণ সেটা উচিত নয় যতক্ষণ না লেখক/লেখিকা নিজে না প্রকাশ করছেন। আজকে হলো সঠিক মানে গল্পের শুরু.... আগের পর্ব ছিল পরিচয় পর্ব... আর আজকেরটা... জানার, চেনার, বোঝার। অসাধারণ।
এক বাচ্চার ভেতরে চলতে থাকা অস্তিত্বের লড়াই ভয়ানক ভাবে তাকে ম্যাচুর করে তোলে অনেক আগেই...... যেটা উচিত নয়, যেটা হওয়া উচিত নয়। কিন্তু হয়ে যায়। এই গল্প যে এক যুদ্ধের তা বোঝাই যাচ্ছে তবে এটাই বলবো যে বিপরীত পক্ষে থাকা সৈনিক কিন্তু ভুল নয়.... তার দৃষ্টিভঙ্গিতে সে একদমই সঠিক..... সেও তো যোদ্ধা... সেও বোঝে বহু যুদ্ধ জয় করে পাওয়া নিজের সৃষ্টি পাল্টে গেলে কেমন লাগে।
টিজার এ তোমার মন্তব্য দেখেই , আমি বুঝতে পেরেছিলাম সেটা। তবে গল্প টা শুরু এখনো প্রকৃত ভাবে হয় নি।