31-01-2022, 03:29 PM
(28-01-2022, 06:24 PM)Baban Wrote: আরে!! কারে দেখতাসি গো বাবু.... ইটাক কি সত্যি নাকি বটে?!!
জেনে ভালো লাগলো কেউ তো নিজের সৃষ্টির মান রাখতে জানে। ব্যাক্তিগত কারণ থাকতেই পারে একশোবার.... কিন্তু একবার জানিয়ে যাওয়া উচিত যে দেরী হবে বা আর লেখা সম্ভব নয়। যাইহোক..... তুমি ফিরছো এটাই অনেক। কোনো তাড়াহুড়ো নেই.... ভালো করে ভেবে নিয়ে গুছিয়ে ফেরত এসো..... শুধুই লেখক রূপে নয় কিন্তু... পাঠক বৌর্সেস দাদাকেও ফেরত চাই ❤❤❤
সদ্য লেখক বৌরসেস ফিরে আসছে... এখনি পাঠক বৌরসেস কতটা ফিরবে বলতে পারছি না... তবে ফিরবে তো বটেই... তোমাদের গল্প ছাড়ি কি ভাবে... তবে অনেক দিনের অনুপস্থিতি তো... তাই সব কটা পুরানো গল্প কতটা পড়ে উঠতে পারবো জানি না... দেখা যাক... ভবিষ্যত নিশ্চয় বলে দেবে...